GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com


বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বিষাক্ত মদ পানে আদম আলী ওরফে পেস্তা (৩০) নামের এক বালু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার রাতে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। পেস্তা বগুড়া শহরের ধরমপুর মসজিদ পাড়ার মৃত ইউনুছ আলী মেম্বারের ছেলে।

হাসপাতালে পেস্তার স্বজনরা জানিয়েছেন, শনিবার রাতে তিনি মদপান করে বাড়ি ফেরেন। রাতেই তিনি অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। রবিবার সন্ধ্যার দিকে পেস্তা অচেতন হয়ে পড়লে তাকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি মারা যান।
টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের উপ-নির্বাহী পরিচালক ডা. মতিউর রহমান জানান, অচেতন অবস্থায় আদম আলী নামের একজন হাসপাতালে ভর্তি হয়। তার পরিবারের সদস্যরা ভর্তির সময় অ্যালকাহোল জাতীয় মদ পানে তিনি অসুস্থ হওয়ার কথা জানিয়েছে। সাড়ে ৭টার দিকে তিনি মারা গেছেন।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক ভূঁইয়া জানান, অ্যালকাহোল পানে মৃত্যুর অভিযোগ ওঠায় তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top