গ্রেডেশন তালিকা তৈরি নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে যোগদানের তারিখ থেকে জাতীয় পর্যায়ে গ্রেডেশন তালিকা প্রণয়নের দাবি জানিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তারা সহকারী শিক্ষক পদে চাকরিতে যোগাদানের তারিখ থেকে তাদের জেষ্ঠ্যতা ধরে জাতীয় পর্যায়ে গ্রেডেশন তালিকা তৈরির দাবি জানিয়েছে। একইসাথে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি দ্রুত বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন।
বাংলাদের সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এ দাবি জানিয়ে আবেদন দেয়া হয়েছে বলে দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি শাহীনূর আল আমিন।
জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের গ্রেডেশন নিয়ে মহাসংকটে পরেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মাঠপর্যায়ের শিক্ষকদের তথ্য গ্রেডেশন সার্ভারে তথ্য অন্তর্ভুক্ত করলে অন্য উপজেলা থেকে বদলি হয়ে আসা শিক্ষকদের অবস্থান তালিকার সর্বশেষে দেখাচ্ছে। এদিকে বদলি হয়ে আসা শিক্ষকদের জেষ্ঠ্যতা ঠিকভাবে নিরূপণ করলে উপজেলায় নিয়োগ পাওয়া শিক্ষকদের জেষ্ঠ্যতা পিছিয়ে যাচ্ছে। এতে তাদের পদোন্নতি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। শিক্ষকদের পদোন্নতি নিয়ে মহাবিপাকে পড়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ পরিস্থিতিতে করণীয় নির্ধারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে।
এ পরিস্থিতিতে শিক্ষকরা যোগদানের তারিখ থেকে জাতীয় পর্যায়ে গ্রেডেশন তালিকা প্রণয়নের দাবি জানিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এ বিষয়ে জানতে চাইলে সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি শাহীনূর আল আমিন বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যোগদানের তারিখ থেকে গ্রেডেশন নির্ধারণ করা হলে অনেক সমস্যা সমাধান হবে। শিক্ষকরা কে কবে যোগদান করেছেন তার ওপর নির্ধারণ করে শিক্ষকদের অভিজ্ঞতা। কোন শিক্ষক কবে যোগদান করেছেন তার ওপর ভিত্তি করেই গ্রেডেশন করা হলে সব শিক্ষকের সমস্য দূর হবে।
কোন পদ্ধতিতে সহকারী শিক্ষক সমাজ গ্রেডেশন ও পদোন্নতি চাচ্ছে জানতে চাইলে এর ব্যাখ্যায় তিনি আরও বলেন, সব শিক্ষকদের অন্তর্ভুক্ত করে একটি জাতীয় গ্রেডেশন তালিকা নির্ধারণ করতে হবে। গ্রেডেশন তালিকা অনুসারে সারাদেশেই শিক্ষকদের পদোন্নতি দিতে হবে। জেলা বা উপজেলাভিত্তিক গ্রেডেশনা তালিকা আমরা চাচ্ছি না। কোন শিক্ষকের নিজ উপজেলায় পদশূন্য না থাকলে তিনি অন্য উপজেলায় পদোন্নতির সুযোগ পাবেন। এতে শিক্ষকদের পদোন্নতি নিয়ে সৃষ্ট অসন্তোষ দূর হবে। তিনি আরও বলেন, শিক্ষক অন্য উপজেলায় পদোন্নতি পেলেও তাকে পদোন্নতির পর নিজ উপজেলায় বদলি হয়ে আসার সুযোগ দিতে হবে।