GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

 


আছমাউল আলমঃ পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে,সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধি ১৯৯১ ও ২০১৩ এ সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির ক্ষেত্রে শিক্ষাগত যোগ‍্যতার কথা স্পষ্ট করে উল্লেখ করা হয়েছিল।অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাশসহ সি-ইন-এড/ডিপিএড।

কিন্তু সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধি ২০১৯ এ তা উল্লেখ করা হয়নি।ফলে বর্তমানে চলমান গ্রেডেশন অনুযায়ী নিয়োগকালীন যোগ‍্যতা এসএসসি পাশকৃত সহকারী শিক্ষকগণও জ‍্যেষ্ঠতা পাবেন যা পূর্বের নিয়োগ বিধি ১৯৯১ ও ২০১৩ এর সাথে সাংঘর্ষিক। 

এতে ২০১৮ থেকে প্রধান শিক্ষক (চ.দা.) পদে দায়িত্ব পালনকারী শত শত শিক্ষক জুনিয়র হয়ে বর্তমান প্রধান শিক্ষক (চ.দা.) পদ হারিয়ে পূর্বপদে প্রত‍্যাবর্তন করতে বাধ‍্য থাকবেন।যদিও অন‍্য কোনো কারণেও অনেক শিক্ষক প্রধান শিক্ষক (চ.দা.) পদ হারাতে পারেন।

উল্লিখিত বিষয়াদি বিবেচনাপূর্বক সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধি ২০১৯ এ পদোন্নতির ক্ষেত্রে শিক্ষাগত যোগ‍্যতার স্পষ্টীকরণ অত‍্যন্ত জরুরি বলে মনে করি।

লেখক: সহকারী শিক্ষক,উছমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,কুলিয়ারচর,কিশোরগঞ্জ।

Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top