আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে আমন ধানের বীজতলায় বিষ প্রয়োগ করায় প্রায় ২০ বিঘা জমির জন্য প্রস্তুতকৃত বিভিন্ন জাতের ধানের চারা নষ্ট হয়ে গেছে। গত ১৫ জুলাই বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের হাউসপুর গ্রামের মাঠে এই ঘটনা ঘটানো হয়। এতে দুই কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক আফজাল হোসেন ও তার ভাই বেলাল সরদার জানান, তাদের ২০ বিঘা জমিতে ধান রোপণের জন্য গ্রামের পাশে একটি জমিতে বীজতলা তৈরি করে রোপা আমন স্বর্ণা-৫ জাতের ধানের বীজ বপণ করা হয় । সেই চারাগুলো জমিতে রোপণের উপযুক্ত হয়ে উঠে। সেখান থেকে কিছু চারা উঠিয়ে ৩ বিঘা জমিতে রোপণও করা হয়। গত বৃহস্পতিবার দিনগত রাতে শক্রতামূলক ওই জমির বীজতলায় বিষ প্রয়োগ করায় সমস্ত ধানের চারা লালছে হয়ে মরে যায়। এমনকি লাগানো ৩ বিঘা জমির চারাও মরে গেছে। ফলে তাদের রোপা আমন ধানের বীজ সংকটের আশংকায় তারা দিশেহারা হয়ে পড়েছেন।