নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে উত্তোলনের পর ফেলে যাওয়া ভিজিএফের চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শনিবার দুপুরে উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়ন পরিষদ গেটের সামনে থেকে ৩০ কেজি চাল উদ্ধার করা হয়। বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত এ তথ্য নিশ্চিত করেন।
উপজেলা প্রশাসন ও বিজরুল বাজারের স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে ইউনিয়ন পরিষদ চত্বরে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম চলছিল। পরিষদের গেটের পাশে একটি সিন্ডিকেট প্রক্যাশ্যে সুবিধাভোগীদের চাল ক্রয় করছিল। খবর পেয়ে ট্যাগ অফিসার ইব্রাহিম আলী সরেজমিনে ঘটনাস্থলে যান। সেসময় চাল ক্রয় সিন্ডিকেটের সদস্যরা সটকে যায়। পরিষদের গেটের পাশে পরিত্যক্ত অবস্থায় ভিজিএফের ৩০ কেজি চাল ও মিটারসেল উদ্ধার করেন। পরে চালগুলো জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।