GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

বিশ্ববার্তা ডেস্ক: গত দেড় বছরের বেশি সময় ধরে বিশ্বে তাণ্ডব চালিয়ে যাচ্ছে করোনাভাইরাস। এই ভাইরাসের উৎপত্তি কোথায়, কিভাবে মানবদেহে প্রবেশ করলো, এমন অনেক প্রশ্নের উত্তর জানা নেই বিজ্ঞানীদের। জানা নেই, প্রথম আক্রান্ত ব্যক্তির সম্পর্কেও। তবে এবার সেই ব্যক্তির সন্ধান মিলেছে, যিনি প্রথম করোনায় আক্রান্ত হয়েছিলেন।

  


বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডবি্লউএইচও’র একটি সংস্থার প্রধান বলেন, করোনায় আক্রান্ত হওয়া প্রথম ব্যক্তি চীনের উহান ল্যাবের একজন কর্মী ছিলেন। ওই কর্মী একটি বাদুড়ের সংস্পর্শে আসার পর তিনি করোনায় আক্রান্ত হন। করোনার উৎপত্তি নিয়ে ডব্লিউএইচও’র (WHO) তদন্তকারী টিমের নেতৃত্ব দেয়া ডা. পিটার এমবারেক এমন মন্তব্য করেছেন। ডা. এমবারেকের টিম করোনার উৎপত্তি নিয়ে চার সপ্তাহ ধরে তদন্ত চালায়। তবে চীন গিয়ে তদন্ত চালানোর পরও দ্ব্যর্থহীন কোনও জবাব দিতে পারেনি ডব্লিউএইচও’র (WHO) তদন্তকারী দল। 

করোনাভাইরাস উহান ল্যাব থেকে ছড়িয়েছে, এমন তথ্যও নাকচ করে দিয়েছিল ডব্লিউএইচও’র (WHO)। তবে এখন এই সংস্থাটিরই একজন শীর্ষ কর্মকর্তা ল্যাব তত্ত্বের কথা বলছেন। মহামারি ও খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞ ডা. এমবারেক বলেন, উহানের ওই ল্যাবের একজন কর্মী একটি বাদুড়ের মাধ্যমে করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন।

Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top