GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে প্রশাসনের হস্তক্ষেপে ১৪ বছর বয়সের ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার টিয়রপাড়া গ্রামে ওই ছাত্রীর বাড়িতে বিয়ের আসরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী রায় অভিযান চালিয়ে বন্ধ করেন এই বাল্যবিয়ে। এসময় বর ও কনের দুই পরিবারের ৪ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী রায় জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে তিনি জানতে পারেন গতকাল আদমদীঘির সান্তাহার টিয়রপাড়া গ্রামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর সাথে একই উপজেলার ডুমুরী গ্রামের আব্দুল গফুরের ছেলে সাব্বিরের (১৯) বিয়ের হচ্ছে। সেই অনুযায়ী দুপুরে আয়োজন চলছিল। এসময় তিনি বিয়ে বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিয়ে বন্ধসহ বর ও কনে দুই পক্ষের ৪ হাজার টাকা জরিমানা করেন । এসময় প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তাদের বিয়ে না দেওয়ার প্রতিক্রতি দিয়ে মুচলেকা আদায় করেন বর ও কনে পক্ষের অভিভাবকের কাছ থেকে।
Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top