আবহাওয়া অনুকূলে থাকায় গত কয়েক মাস ধরে লিবিয়া ও তিউনেশিয়া থেকে ইতালির উদ্দেশে অভিবাসন প্রত্যাশীদের নৌকা ছেড়ে যাওয়ার ঘটনা বেড়েছে।
জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম বলছে, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় দারিদ্র ও সংঘা’ত ছেড়ে পালাতে গিয়ে ১ হাজার ১০০ এর বেশি মানুষ ভূমধ্যসাগরে চিরতরে হারিয়ে গেছেন।
জার্মান বেসরকারি উন্নয়ন সংস্থাটি বলছে, বৃহস্পতিবার রাতে তারা দুটি নৌকার আরও ৩৩ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছেন। উদ্ধার হওয়াদের মধ্যে নারী ও শিশু রয়েছেন।