আদমদীঘি প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে নারী ও শিশু নির্যাতন, বাল্যবিয়ে, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং মুক্ত সমাজ গড়তে কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ৫ সেপ্টেম্বর বেলা ১২ টায় উপজেলার সান্তাহার হার্ভেস্কুল এলাকায় থানা পুলিশের আয়োজনে ও ইউএনএফপিএ এর সহযোগিতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীনের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার নাজরান রউফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম, কাউন্সিলর আলাউদ্দীন, সাবেক কাউন্সিলর জিআরএম শাহজাহান, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নারী ও পুরুয়ের বৈষম্য নিরসন এবং নারীদের সুরক্ষার কথা বিবেচনায় বাল্যবিয়ে, জঙ্গীবাদ ও সন্ত্রাস রোধে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন সহকারী পুলিশ সুপার নাজরান রউফ।