GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

সান্তাহার (বগুড়া) প্রতিনিধিঃ  টানা কয়েকদিনের ভ্যাপসা গরমের পর বৃষ্টি নেমেছে বগুড়ার সান্তাহার পৌর শহরে। এতে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন পৌরবাসী।  রবিবার বেলা সাড়ে ১২টার পর সান্তাহারের আশপাশের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। হঠাৎ চারদিক থেকে মেঘ জমে আকাশ কালো হয়ে যায়। এরপর শহর জুড়ে বৃষ্টি নামে। এতে গরম কিছুটা কমতে পারে। তবে বৃষ্টির কারণে প্রস্তুতি ছাড়া ঘর থেকে বের হওয়া লোকজনকে কিছুটা অস্বস্তিতে পড়তে হয়েছে। ভিজে ভিজে কাউকে কাউকে নিরাপদ আশ্রয়ের সন্ধান করতে দেখা গেছে।


সান্তাহার পৌর শহরের চার্জার চালিত ভ্যান চালক নয়ন আলী জানান, টানা কয়েকদিনের ভ্যাপসা গরমের কারনে গাড়ি চালানোও কষ্টকর হয়ে পড়েছিল। হঠাৎ বৃষ্টি নামায় যেন স্বস্তি মিলল। 

এদিকে ছাতিয়ান গ্রামের কৃষক ইসরাইল হোসেন জানান, বৃষ্টির অভাবে জমিতে হাল চাষ দিতে পারছিনা। কেউ কেউ সুকনো মাটিতেই হাল চাষ করছেন। র
Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top