GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর এলাকায় অভিযান চালিয়ে ‘ডাকাতির প্রস্তুতিকালে’ আট ডাকাতকে আটক করেছে র‍্যাব।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় একটি রামদা, তিনটি কিরিচ, একটি ছুরি ও ২টি দেশীয় টিপ ছুরি উদ্ধার করা হয়।


কক্সবাজার র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

আটকরা হলেন- কক্সবাজার শহরের কলাতলীর চন্দ্রিমা মাঠ এলাকার উসমান গনির ছেলে রবিউল আলম (৩৫), সমিতি পাড়া এলাকার জাকির হোসেনের ছেলে রমজান আলী (৩৫), বাদশাঘোনার কাশেমের ছেলে ওসমান (৩২), নতুন বাহারছড়া এলাকার মনির আহমদের ছেলে মঞ্জুর আলম (৩০), বৈদ্যঘোনা এলাকার মো. বকরের ছেলে মো. তাহের (৩৫), শহরের দক্ষিণ ঘোনাপাড়া এলাকার মো. ইউসুফের ছেলে নবী হোসেন (২৭), টেকনাফের জালিয়াপাড়া এলাকার মো. বদুর ছেলে মো. জোবায়ের (৩৫) ও মহেশখালীর ধলঘাটা এলাকার রফিকুল ইসলামের ছেলে মো. সাদ্দাম হোসেন (২৮)।

এর মধ্যে আটক তাহের ও মঞ্জুর দুটি ডাকাত দলের প্রধান বলে দাবি করেছে র‍্যাব।

র‍্যাব সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী জানান, সমুদ্র সৈকতের ঝাউবনের ভেতর কতিপয় অপরাধী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে র‍্যাবের একটি দল সেখানে অভিযানে চালায়। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ৮ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, তারা পর্যটকদের ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিল।  

আটকদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।  

Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top