GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

 ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ।

বুধবার (৫ এপ্রিল) ভোরের আগে সেখানে এ হামলার ঘটনা ঘটে।



কয়েকদিন আগেও মুসলিমদের তৃতীয় সর্বোচ্চ ধর্মীয়স্থান আল আকসা মসজিদ প্রাঙ্গণে এক ফিলিস্তিনি যুবককে দিনে-দুপুরে গুলি করে হত্যা করেছিল ইসরায়েলি পুলিশ।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ ও এর প্রাঙ্গণে ইবাদতরত কয়েক ডজন মুসল্লির ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ।

রাতের আঁধারে হওয়া এই হামলায় সাতজন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

অবশ্য বুধবার ভোরের আগে ইসরায়েলি পুলিশ দাবি করে, তারা আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ‘দাঙ্গার’ জবাব দিচ্ছে এবং এ কারণে সেখানে অভিযান চালানো হয়।

এদিকে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট আহতের খবর দিলেও সংখ্যা জানায়নি। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ইসরায়েলি বাহিনী তাদের চিকিৎসকদের আল-আকসায় পৌঁছাতে বাধা দিচ্ছে।

একজন বয়স্ক মহিলা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমি একটি চেয়ারে বসে কোরআন তিলাওয়াত করছিলাম। এমন সময় হামলা শুরু হয়। মসজিদের বাইরে বসে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল।

কাঁদতে কাঁদতে তিনি বলেন, তারা স্টান গ্রেনেড নিক্ষেপ করে। এগুলোর মধ্যে একটি আমার বুকে আঘাত করে।

ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে বলেছে, মুখোশধারী আন্দোলনকারীরা আতশবাজি, লাঠি ও পাথর দিয়ে নিজেদেরকে মসজিদের ভিতরে আটকে রাখে। পুলিশ প্রবেশ করলে, তাদের দিকে পাথর ছুড়ে মারা হয়। মসজিদের ভেতর থেকে আতশবাজি ছুঁড়ে আন্দোলনকারীদের একটি বড় দল।

সূত্র- আল জাজিরা

Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top