GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

আত্মসমালোচনা মূলক সংগীত "ভেবে দেখ মন"

সংগীতটি ঈদে প্রকাশিত হয়। 

সংগীতটি রচনা করেছেন, বিশিষ্ট লেখক "নাঈমুদ্দীন"
সুর করেছেন শিল্পী নিজেই।

সংগীতটিতে মানুষের আত্ম কথা এবং আত্মসমালোচনা দিকগুলো ফুটিয়ে তোলা হয়েছে।
শিল্পীর মনকাড়া  সুরে বিমোহিত হয়ে শ্রোতা মহলে বেশ প্রশংসা কুড়িয়েছেন।


সংগীতের কথামালা...

ভেবে দেখ মন কে আপন?
কারে তুমি ভালােবেসে করছ সুজন?

আলেয়ার পিছে ছুটো এই পৃথিবীর
কোন সে আলাের নির্ভরতায়
আপনার চেয়ে যে তােমার আপন
কোন সে আশায় খুজে ফেরাে(তায়)?
তার কি ভালােবাসায় আছাে তুমি
গড়েছ কি তােমার আপনার আপন ভূমি
সেও কী গায় গান ইলাহির সুর-তান
জীবন মরনের সাহস চুমি।
ভেবে দেখ মন কে আপন?

অগণিত লাশ শেষে সময়ের ক্ষয়ে ক্ষয়ে,
শহীদ গাজীর হিসেব কেপে ওঠে ভয় ভয়ে
শুধুই কি লাশ তুমি নাকি কোনো বিশেষণ
তােমার নামের শুরু দেয় গেঁথে দুশমন
ভেবে দেখ মন কে আপন?

দ্বীন আছে কতটুকু দুনিয়ার শরীরে,
কতটুকু চুয়ে ঝরে খােদা তার জিকিরে
রাত কাটে ঘুমভােরে নীতির পথ শেষে,
মানবতা ছোঁয় তার হৃদয়ের জমিনে
কেউ চায় সফলতা কোরানের হরফে
কুরআন ছুড়ে ফেলে লানতের কহরে
তােমার শতাব্দী রাঙে কার রঙেতে?
তুমি রাঙ যার সাকী সেকি আছে হকেতে?
ভেবে দেখ মন কে আপন?

সংগীতটি Aim Media ইউটিউব চ্যানেলে এবং Sheikh Ismail ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে।

Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top