প্রকাশ্যে মূত্রত্যাগের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর লাগাতার হুমকি ও হয়রানির শিকার হয়ে ২৮ বছর বয়সী এক যুবক আত্মহত্যা করেছেন। ভারতের মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ভিডিওটি নিয়ে বারবার হুমকি ও হয়রানি সহ্য করতে না পেরে ওই যুবক একটি কুয়ায় ঝাঁপ দেন । খবর এনডিটিভির।
পুলিশ সূত্রে জানা যায়, দুই বন্ধু মিলে রেলস্টেশনের একটি বোর্ডে লেখা ছত্রপতি সম্ভাজিনগর এর নিচে মূত্রত্যাগ করেছিল। তাদের সেই কাজের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ব্যাপক মনোযোগ আকর্ষণ করে। এর পরে ওই দুই যুবক প্রকাশ্যে ক্ষমাও চেয়েছিলেন। তবে পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে একজন ক্রমাগত ফোন ও মেসেজের মাধ্যমে হয়রানি ও হুমকির শিকার হচ্ছিলেন।
স্থানীয় এক শিবসেনা জেলা প্রধানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টসহ একাধিক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছিল। পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, হয়রানি সহ্য করতে না পেরে ওই যুবক তার বন্ধুদের জানান যে তিনি পরিস্থিতি সামলাতে পারছেন না, এরপর তিনি নিজের জীবন নেন।
যারা ভিডিওটি প্রচার করেছে এবং হয়রানি উসকে দিয়েছে, তাদের বিরুদ্ধে একটি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট নথিভুক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
