GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

চেতনা বার্তা, শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধিঃ 
সবজির বাজারে ধস কৃষকের মাথায়, রাজনৈতিক সহিংসতা হরতাল অবরোধের কারণে সবজি ব্যবসায়ীরা কাঁচা মাল ক্রয় করছে না, ফলে সবজির দাম নেমে এসেছে অর্ধেকে।
গত বৃহস্পতিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান কাঁচা বাজার পরিদর্শন করে আমাদের প্রতিনিধি জানান, সবজির দামে কৃষকরা হতাশা গ্রস্থ মৌসুমী ফসল নির্দিষ্ট সময়ের মধ্যে তুলতে না পারলে  খাওয়ার উপর্যুক্ত থাকবে না। ফসল তুলে ন্যার্য মূল্য পাচ্ছে না ফলে কৃষককেরা পড়েছে উভয় সংকোটের মধ্যে। এ বিষয়ে আড়ৎ ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, ৪৮ ঘন্টা অবরোধে আগের দিন শনিবার যে সবজি ক্রয় করা হয়েছিল তা যথা সময়ে গন্তব্য স্থলে না পৌছায় অনেক ব্যবসায়ী সর্বশান্ত হয়েছে। ফলে ঝুঁকি নিয়ে কেউ আর মাল কিনছে না। তিনি আরও জানান গত শনিবার আজকের বাজার মূল্যর পার্থক্য গত শনিবার অবরোধের আগের দিন যে, ফুলকপি ১০০০-১২০০/- টাকা মন ক্রয় করা হয়ে ছিল তা আজ ৪-৫ টাকা মন, বাধাকপি প্রতি ১শ ক্রয় ছিল ২০০০-২২০০/- আজ ১০০০-১২০০/-, করলা ৯০০-১২০০/- নেমে৫০০-৬০০/- শসা ১৪০০/- মন থেকে ৫০০/-,  মুলা ৭০০-৮০০/- মন থেকে ৪০০-৫০০/-, বেগন ৯০০-১২০০/- থেকে ৬০০/- টাকা শুধু মাত্র কাঁচা মরিচ এর বাজার সাভাবিক রয়েছে।সাধারণ ব্যবসায়ী ও কৃষকের উদ্যর্ত আহবান বিপদ গামী মানুষ গুলোর কথা ভেবে অবশ্যয় সরকারী দল ও বিরোধী দল সমজোতায় এসে সাধারণ মানুষের দুঃখ দূরদশা নিরোষন করবেন।
Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top