GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

চেতনা বার্তা, শিবগঞ্জ বগুড়া প্রতিনিধিঃ দৈনিক আজ ও আগামী কালের মহাস্থান প্রতিনিধি ও নিরাপদ সড়ক চাই জেলা কমিটি সদস্য  এস আই সুমন ও দৈনিক উত্তর কোনের প্রতিনিধি এম এস আকাশ গত বুধবার সিরাজগঞ্জ যাওয়ার পথে চান্দাইকোনায় মোটর সাইকেল দূর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছে। এ সময় তার সাথে থাকা সাংবাদিক আকাশও আহত হন। এ ঘটনায় তাদের সুস্থ্যতা কামনা করে বিবৃতি দিয়েছেন মহাস্থান প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান সাজু, কোষাধ্যক্ষ আনিছুর রহমান মিটু, নির্বাহী সদস্য এস.আই শফিক, আতাউর রহমান, তথ্য প্রযুক্তি সম্পাদক আজিজুল হক বিপুল, ফজলুল হক, আব্দুল বারী, রবিউল ইসলাম রবি প্রমুখ।
Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top