চেতনা বার্তা, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
গতকাল শনিবার বিকাল সাড়ে ৩ টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা মোকামতলার পাকুরতলা ও চৌকিরঘাটে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত।
শিবগঞ্জ মোকামতলা ফাড়ি ইনচার্জ ছানোয়ার হোসেন জানান, ঢাকা-রংপুর মহাসড়কে রংপুর গামী শহীদ ইন্টারপ্রাইজ ঢাকা মেট্রো-গ-৪২৯৯ রংপুর অভিমুখে অবরোধ উপেক্ষা করে যাবার সময় শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের চৌকিরঘাট নামক স্থানে পথচারী মোকাতলার খালিমপুর চানপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে সিরাজ উদ্দিন (৫৫) চাকার নিচের পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়। অপরদিকে বিকাল ৩টায় একই এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে অবরোধকারী পিকেটাররা রংপুর গামী একটি কোচে ইট নিক্ষেপ করলে গাড়ীটির সামনের গ-াস ভেঙ্গে যায়। গাড়ীটি নিয়ন্ত্রনে নেয়ার জন্য চালক ব্রেক করলে ছাদে থাকা অজ্ঞাতনামা এক যুবক পড়ে গিয়ে নিহত হয়। গাড়ীটি আটক করে মোকামতলা পুলিশ ফাড়ি হেফাজতে রেখেছে।
গতকাল শনিবার বিকাল সাড়ে ৩ টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা মোকামতলার পাকুরতলা ও চৌকিরঘাটে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত।
শিবগঞ্জ মোকামতলা ফাড়ি ইনচার্জ ছানোয়ার হোসেন জানান, ঢাকা-রংপুর মহাসড়কে রংপুর গামী শহীদ ইন্টারপ্রাইজ ঢাকা মেট্রো-গ-৪২৯৯ রংপুর অভিমুখে অবরোধ উপেক্ষা করে যাবার সময় শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের চৌকিরঘাট নামক স্থানে পথচারী মোকাতলার খালিমপুর চানপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে সিরাজ উদ্দিন (৫৫) চাকার নিচের পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়। অপরদিকে বিকাল ৩টায় একই এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে অবরোধকারী পিকেটাররা রংপুর গামী একটি কোচে ইট নিক্ষেপ করলে গাড়ীটির সামনের গ-াস ভেঙ্গে যায়। গাড়ীটি নিয়ন্ত্রনে নেয়ার জন্য চালক ব্রেক করলে ছাদে থাকা অজ্ঞাতনামা এক যুবক পড়ে গিয়ে নিহত হয়। গাড়ীটি আটক করে মোকামতলা পুলিশ ফাড়ি হেফাজতে রেখেছে।