GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

চেতনা বার্তা ডেস্কঃ আজও এরশাদ নিখোঁজ। নির্বাচন বর্জনের ঘোষণা দেয়ার পরপরই নিখোঁজ এরশাদের এখনও খোঁজ মিলেনি। রাতভর দেশজুড়ে এ নিয়ে নানা জল্পনা, কৌতূহল। তিনি কোথায় তার পরিবার বা দলের নেতারাও বলতে পারছেন না। দলের মহাসচিবসহ একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, তারাও এরশাদকে খুঁজে পাচ্ছেন না। শেষ খবর পাওয়া পর্যন্ত বাড়ির নিরাপত্তারক্ষীদের সঙ্গে সকালেও কথা বলে জানা গেছে, তিনি বাড়ি ফিরেননি।

জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে নিয়ে তৈরি হয়েছে নয়া রহস্য। গতকাল দুপুরের পর থেকে কোথায় আছেন কেউ বলতে পারছেন না। জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিচ্ছে না- মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন এরশাদ। বনানীতে তার কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে সাবেক এই প্রেসিডেন্টের মোবাইলে একটি ফোন আসে।
এরপর একটি কালো রংয়ের গাড়িতে করে দ্রুত ওই স্থান ত্যাগ করেন তিনি। সংবাদ সম্মেলনের পর থেকেই এরশাদের নিঁখোজ হয়ে যাওয়াকে রহস্যজনক মনে করা হচ্ছে। সংবাদ সম্মেলনে এরশাদ তার ওপর চাপের কথা খোলামেলাভাবে বলেনও। এদিন তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, তোমরা আমাকে বিদ্রƒপ করে লিখো না। এরশাদ সাহেব সকালে এক কথা বলে বিকালে এক কথা বলে- এমন কথা লিখো না। সব কষ্টের কথা বলা যায় না। আমি এক শৃঙ্খলিত রাজনীতিবিদ। রাত ১০টা পর্যন্ত এরশাদ প্রেসিডেন্ট পার্কের বাসায় যাননি।
সেখানে থাকা তার ব্যক্তিগত নিরাপত্তাকর্মীরা জানান, এরশাদ তাদের কোন তথ্য না দিয়ে একাই বের হন। এরপর আর ফিরে আসেননি। জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায়ের টেলিফোনে যোগাযোগ করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, উনার ফোনটি বন্ধ। কোথায় আছেন আমরাও তা বলতে পারছি না।
Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top