GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

অনেক হরতাল অবরোধ পেরিয়ে শেষ হল প্রাথমিক সমাপনী পরীক্ষা-২০১৩, পিএসসি ও এবতেদায়ী পরীক্ষা।  ছবিঃ আজিজুল হক বিপুল।
স্টাফ রিপোর্টারঃ অনেক হরতাল অবরোধ পেরিয়ে প্রাথমিক সমাপনি পরীক্ষা অনুষ্ঠিত। গতকাল শুক্রবার অনেক হরতাল অবরোধ পেরিয়ে প্রাথমিক সমাপনি পরীক্ষার সর্ব শেষ ইসলাম ধর্ম পরীক্ষার মধ্য দিয়ে পিএসি ও এবতেদায়ী পরীক্ষা শেষ হয়। শিবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান জানান, উপজেলার  প্রাথমিক বিদ্যালয় ও কেজি স্কুল সর্ব মোট ২৪০টি ও ৭০টি মাদ্রাসা সহ শিবগঞ্জ উপজেলায় এবার ৭ হাজার ৩১ জন ১৩টি কেন্দ্রে অংশ গ্রহন করছে। পরিক্ষার শেষের দিনের ইসলাম ধর্ম পরীক্ষায় প্রাথমিক সমাপনী অনুপস্থিত ২শত ১৪ ও এবতেদায়ী ১ শত ৭৮ মোট ৩৯২। কেন্দ্রগুলির মধ্যে বানাইল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মোট ছাত্র/ছাত্রী ৪ শত ৫৯ এর মধ্যে প্রাথমিক ৩ শত ৯২ অনুপস্থিত ৯, এবতেদায়ী ছাত্র/ছাত্রী ৬৭, অনুপস্থিত ৯।
দাড়িদহ বালিকা বিদ্যালয় কেন্দ্রে মোট প্রাথমিক ছাত্র/ছাত্রী ৪ শত ৮১, অনুপস্থিত ১৯, এবতেদায়ী ছাত্র/ছাত্রী ৯৬, অনুপস্থিত ১৯। কিচক প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্র/ছাত্রী ৫ শত ৮, অনুপস্থিত ২৩, এবতেদায়ী ছাত্র/ছাত্রী ৯৬, অনুপস্থিত ১৮। বেতগাড়ী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্র/ছাত্রী ৩ শত ৬৩, অনুপস্থিত ২৫, এবতেদায়ী ছাত্র/ছাত্রী ২ শত ৯৭, অনুপস্থিত ৩৯। সিহালী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্র/ছাত্রী ৪ শত ৫, অনুপস্থিত ১৪, এবতেদায়ী ছাত্র/ছাত্রী ৬৩, অনুপস্থিত ০২। মাঝিহট্ট প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্র/ছাত্রী ২ শত ৪০, অনুপস্থিত ৪, এবতেদায়ী ছাত্র/ছাত্রী ৭৯, অনুপস্থিত ৯। পঞ্চদাস প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্র/ছাত্রী ৩ শত ৫৬, অনুপস্থিত ২১, এবতেদায়ী ছাত্র/ছাত্রী ১ শত ৯, অনুপস্থিত ১০। বিহার প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্র/ছাত্রী ২ শত ৪৯, অনুপস্থিত ৯, এবতেদায়ী ছাত্র/ছাত্রী ৩৪, অনুপস্থিত ৯। গুজিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্র/ছাত্রী ৬ শত ৯১, অনুপস্থিত ২৯, এবতেদায়ী ছাত্র/ছাত্রী ৮৩, অনুপস্থিত ১৩। দেউলি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্র/ছাত্রী ৫ শত ১৪, অনুপস্থিত ১২, এবতেদায়ী ছাত্র/ছাত্রী ৫৯, অনুপস্থিত ১০। সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্র/ছাত্রী ৪ শত ৯৭, অনুপস্থিত ২০, এবতেদায়ী ছাত্র/ছাত্রী ১ শত ৩, অনুপস্থিত ১৪। মোকামতলা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্র/ছাত্রী ৫ শত ৩৮, অনুপস্থিত ১৫, এবতেদায়ী ছাত্র/ছাত্রী ১ শত ১১, অনুপস্থিত ১৬। মহাস্থান প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্র/ছাত্রী ৪ শত ৭৬, অনুপস্থিত ১৩, এবতেদায়ী ছাত্র/ছাত্রী ৮৪, অনুপস্থিত ১০। প্রাথমিক সমাপনী পরীক্ষায় অনুপস্থিত ২ শত ১৪, এবতেদায়ী পরীক্ষায় ১শত ৭৮, সর্ব মোট অনুপস্থিত ৩ শত ৯২ জন। পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্রগুলির পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও টিএনও রবিউল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান। এসময় স্ব-স্ব কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও কেন্দ্র সচিবগণ উপস্থিত ছিলেন। কেন্দ্র  পরিদর্শন কালে ছবিটি তোলা হয় মহাস্থান সরকারী প্রথমিক বিদ্যালয় থেকে এসম কেন্দ্র সচিব শামিমা আকতার উপস্থিত ছিলেন।
Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top