অনেক হরতাল অবরোধ পেরিয়ে শেষ হল প্রাথমিক সমাপনী পরীক্ষা-২০১৩, পিএসসি ও এবতেদায়ী পরীক্ষা। ছবিঃ আজিজুল হক বিপুল। |
স্টাফ রিপোর্টারঃ অনেক হরতাল অবরোধ পেরিয়ে প্রাথমিক সমাপনি পরীক্ষা অনুষ্ঠিত। গতকাল শুক্রবার অনেক হরতাল অবরোধ পেরিয়ে প্রাথমিক সমাপনি পরীক্ষার সর্ব শেষ ইসলাম ধর্ম পরীক্ষার মধ্য দিয়ে পিএসি ও এবতেদায়ী পরীক্ষা শেষ হয়। শিবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান জানান, উপজেলার প্রাথমিক বিদ্যালয় ও কেজি স্কুল সর্ব মোট ২৪০টি ও ৭০টি মাদ্রাসা সহ শিবগঞ্জ উপজেলায় এবার ৭ হাজার ৩১ জন ১৩টি কেন্দ্রে অংশ গ্রহন করছে। পরিক্ষার শেষের দিনের ইসলাম ধর্ম পরীক্ষায় প্রাথমিক সমাপনী অনুপস্থিত ২শত ১৪ ও এবতেদায়ী ১ শত ৭৮ মোট ৩৯২। কেন্দ্রগুলির মধ্যে বানাইল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মোট ছাত্র/ছাত্রী ৪ শত ৫৯ এর মধ্যে প্রাথমিক ৩ শত ৯২ অনুপস্থিত ৯, এবতেদায়ী ছাত্র/ছাত্রী ৬৭, অনুপস্থিত ৯।
দাড়িদহ বালিকা বিদ্যালয় কেন্দ্রে মোট প্রাথমিক ছাত্র/ছাত্রী ৪ শত ৮১, অনুপস্থিত ১৯, এবতেদায়ী ছাত্র/ছাত্রী ৯৬, অনুপস্থিত ১৯। কিচক প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্র/ছাত্রী ৫ শত ৮, অনুপস্থিত ২৩, এবতেদায়ী ছাত্র/ছাত্রী ৯৬, অনুপস্থিত ১৮। বেতগাড়ী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্র/ছাত্রী ৩ শত ৬৩, অনুপস্থিত ২৫, এবতেদায়ী ছাত্র/ছাত্রী ২ শত ৯৭, অনুপস্থিত ৩৯। সিহালী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্র/ছাত্রী ৪ শত ৫, অনুপস্থিত ১৪, এবতেদায়ী ছাত্র/ছাত্রী ৬৩, অনুপস্থিত ০২। মাঝিহট্ট প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্র/ছাত্রী ২ শত ৪০, অনুপস্থিত ৪, এবতেদায়ী ছাত্র/ছাত্রী ৭৯, অনুপস্থিত ৯। পঞ্চদাস প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্র/ছাত্রী ৩ শত ৫৬, অনুপস্থিত ২১, এবতেদায়ী ছাত্র/ছাত্রী ১ শত ৯, অনুপস্থিত ১০। বিহার প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্র/ছাত্রী ২ শত ৪৯, অনুপস্থিত ৯, এবতেদায়ী ছাত্র/ছাত্রী ৩৪, অনুপস্থিত ৯। গুজিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্র/ছাত্রী ৬ শত ৯১, অনুপস্থিত ২৯, এবতেদায়ী ছাত্র/ছাত্রী ৮৩, অনুপস্থিত ১৩। দেউলি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্র/ছাত্রী ৫ শত ১৪, অনুপস্থিত ১২, এবতেদায়ী ছাত্র/ছাত্রী ৫৯, অনুপস্থিত ১০। সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্র/ছাত্রী ৪ শত ৯৭, অনুপস্থিত ২০, এবতেদায়ী ছাত্র/ছাত্রী ১ শত ৩, অনুপস্থিত ১৪। মোকামতলা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্র/ছাত্রী ৫ শত ৩৮, অনুপস্থিত ১৫, এবতেদায়ী ছাত্র/ছাত্রী ১ শত ১১, অনুপস্থিত ১৬। মহাস্থান প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্র/ছাত্রী ৪ শত ৭৬, অনুপস্থিত ১৩, এবতেদায়ী ছাত্র/ছাত্রী ৮৪, অনুপস্থিত ১০। প্রাথমিক সমাপনী পরীক্ষায় অনুপস্থিত ২ শত ১৪, এবতেদায়ী পরীক্ষায় ১শত ৭৮, সর্ব মোট অনুপস্থিত ৩ শত ৯২ জন। পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্রগুলির পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও টিএনও রবিউল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান। এসময় স্ব-স্ব কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও কেন্দ্র সচিবগণ উপস্থিত ছিলেন। কেন্দ্র পরিদর্শন কালে ছবিটি তোলা হয় মহাস্থান সরকারী প্রথমিক বিদ্যালয় থেকে এসম কেন্দ্র সচিব শামিমা আকতার উপস্থিত ছিলেন।
দাড়িদহ বালিকা বিদ্যালয় কেন্দ্রে মোট প্রাথমিক ছাত্র/ছাত্রী ৪ শত ৮১, অনুপস্থিত ১৯, এবতেদায়ী ছাত্র/ছাত্রী ৯৬, অনুপস্থিত ১৯। কিচক প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্র/ছাত্রী ৫ শত ৮, অনুপস্থিত ২৩, এবতেদায়ী ছাত্র/ছাত্রী ৯৬, অনুপস্থিত ১৮। বেতগাড়ী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্র/ছাত্রী ৩ শত ৬৩, অনুপস্থিত ২৫, এবতেদায়ী ছাত্র/ছাত্রী ২ শত ৯৭, অনুপস্থিত ৩৯। সিহালী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্র/ছাত্রী ৪ শত ৫, অনুপস্থিত ১৪, এবতেদায়ী ছাত্র/ছাত্রী ৬৩, অনুপস্থিত ০২। মাঝিহট্ট প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্র/ছাত্রী ২ শত ৪০, অনুপস্থিত ৪, এবতেদায়ী ছাত্র/ছাত্রী ৭৯, অনুপস্থিত ৯। পঞ্চদাস প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্র/ছাত্রী ৩ শত ৫৬, অনুপস্থিত ২১, এবতেদায়ী ছাত্র/ছাত্রী ১ শত ৯, অনুপস্থিত ১০। বিহার প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্র/ছাত্রী ২ শত ৪৯, অনুপস্থিত ৯, এবতেদায়ী ছাত্র/ছাত্রী ৩৪, অনুপস্থিত ৯। গুজিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্র/ছাত্রী ৬ শত ৯১, অনুপস্থিত ২৯, এবতেদায়ী ছাত্র/ছাত্রী ৮৩, অনুপস্থিত ১৩। দেউলি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্র/ছাত্রী ৫ শত ১৪, অনুপস্থিত ১২, এবতেদায়ী ছাত্র/ছাত্রী ৫৯, অনুপস্থিত ১০। সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্র/ছাত্রী ৪ শত ৯৭, অনুপস্থিত ২০, এবতেদায়ী ছাত্র/ছাত্রী ১ শত ৩, অনুপস্থিত ১৪। মোকামতলা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্র/ছাত্রী ৫ শত ৩৮, অনুপস্থিত ১৫, এবতেদায়ী ছাত্র/ছাত্রী ১ শত ১১, অনুপস্থিত ১৬। মহাস্থান প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্র/ছাত্রী ৪ শত ৭৬, অনুপস্থিত ১৩, এবতেদায়ী ছাত্র/ছাত্রী ৮৪, অনুপস্থিত ১০। প্রাথমিক সমাপনী পরীক্ষায় অনুপস্থিত ২ শত ১৪, এবতেদায়ী পরীক্ষায় ১শত ৭৮, সর্ব মোট অনুপস্থিত ৩ শত ৯২ জন। পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্রগুলির পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও টিএনও রবিউল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান। এসময় স্ব-স্ব কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও কেন্দ্র সচিবগণ উপস্থিত ছিলেন। কেন্দ্র পরিদর্শন কালে ছবিটি তোলা হয় মহাস্থান সরকারী প্রথমিক বিদ্যালয় থেকে এসম কেন্দ্র সচিব শামিমা আকতার উপস্থিত ছিলেন।