GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

আজিজুল হক বিপুল, শিবগঞ্জ বগুড়া প্রতিনিধিঃ বগুড়া জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মীর শাহে আলম বলেছেন দেশের গণতন্ত্রকামী মানুষ ও আন্দেলনরত ১৮ দলের বিজয় সন্নিকটে। তিনি  আরও বলেন দেশের গণতন্ত্রমনা ১৬ কোটি মানুষ ১৮ দলের ন্যায় আন্দোলনে শরীক হয়েছে, দেশ বাসীর বিজয় অতি নিকটে। দুপুর  ১২টায় ৩য় দফা অবরোধের ১ম দিনে বগুড়া-রংপুর মহাসড়কের  মহাস্থান বন্দরে ১৮ দলের বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় বিএনপি’র আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান সালাহউদ্দীন মিল্লাতের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। উক্ত সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা শাহ এম.এ জলিল, ইউপি চেয়ারম্যান মাহবুব আলম মানিক, পৌর কাউন্সিলর এস এম তাজুল ইসলাম, আব্দুল করিম, অধ্যাপক নজরুল ইসলাম, বি আঃ ডিবি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বুলবুল ইসলাম, ওবয়েদুর হাজী মিলন, মিনহাজ্ব উদ্দীন, শিবগঞ্জ পৌর জামায়াত এর আমীর অধ্যাপক বিপ্লব, মাওঃ আনিছুর রহমান, যুবদল নেতা তাহেরুল, কামাল, শেমিল, শাহীনুর, আজিজুল, রায়হান, সোহাগ, আইফুল, মিটু, খোকন, স্থানীয়দের মধ্যে দেলোয়ার, ধলু, বেলাল, ছাত্রদল নেতা বাবু, জয়, ফারুক, আরমান, মুশফিক, যোবায়ের, হাসান, সনি, রকি, বাদশা, আতিক, লিটন, রিপন, তারেক, দুলু প্রমুখ। সভায় তারেক রহমানের খালাস প্রাপ্ত মামলা দুদক হাইকোর্টে আপীল করার প্রতিবাদে বগুড়া জেলা বিএনপির ঘোষিত রোববারের সকাল সন্ধ্যা হরতাল সফল করারও আহ্বান জানানো হয়। অপর দিকে ৩য় দফা অবরোধের ১ম দিনে সকাল ১০টায় রাস্তার গাছ কেটে বগুড়া-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে পিকেটারেরা।



Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top