GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

মহাস্থান(বগুড়া) প্রতিনিধিঃ গতকাল শুক্রবার সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের চন্ডিহারা গ্রামের মৃত ইউনুস আলীর পুত্র খোকন ইসলাম (৩৫), তার পরিবারের বিরুদ্ধে একই এলাকার তিনটি পরিবারকে অভিযোগ করে মহাস্থান প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে।
সাংবাদিক সম্মেলনে খোকন ইসলাম লিখিত বক্তব্যে বলেন যে, একই এলাকার বিবাদী ১। মোঃ আবুল হোসেন (৬৫), পিতা: অজ্ঞাত, ২। রিপন মিয়া (৪৫), ৩। স্বপন মিয়া (৩৮), উভয়ের পিতা আবুল হোসেন, ৪। আব্দুল মান্নান মন্ডল (৬০), ৫। আশরাফ আলী মন্ডল (৫২) ৬। আতাউল গণি ওছমান (৫০), ৭। নজরুল ইসলাম (৪৫), সকলের পিতা মৃত একমত আলী মন্ডল, ৮। মিঠন মিয়া (৪৭), ৯। শামীম (৪২), ১০। শাহীন (৩২), ১১। তুহিন (২৯), সকলের পিতা মৃত ছলিমউদ্দীন, ১২। রফিকুল ইসলাম (৩৮), ১৩। গোলাম রব্বানী (৩৫), ১৪। রিজদানী (৩২), ১৫। শাহিনুর ইসলাম (৩০) সকলের পিতা আব্দুল মান্নান মন্ডল, সর্ব-চন্ডিহারা, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়া দ্বয় পূর্ব শত্র“তার জেড় ধরিয়া গত ২রা ফেব্র“য়ারী ২০০৪ইং তারিখ হইতে অদ্যবদি আমার পরিবারের বিভিন্ন লোকজনদেরকে হত্যা সহ খুন জখমের হুমকি প্রদান করিয়া আসিতেছে। এমনকি তারা এলাকার প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। এমতা অবস্থায় আমি সহ আমার পরিবারের সকল সদস্য নিরাপত্তা হীনতায় ভূগিতেছি। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে গত ১৩/০৬/২০১৩ইং তারিখে বগুড়ার নির্বাহী ম্যাজিষ্ট্রেট (খ) অঞ্চল আদালতে একটি মামলা দায়ের করি যার নং-৩২৮পি/১৩(শিবগঞ্জ)। মামলার বিচারাধিন থাকায় তারা আরোও ক্ষিপ্ত হইয়া আমাদের পরিবারের লোকজনদেরকে বড় ধরনের ক্ষতি করবে বলিয়া মামলা তুলে নিতে হুমকি প্রদান করিতেছে। এ জন্য খোকন ইসলাম উর্দ্ধতন প্রশাসনের জরুরী হস্তক্ষেপের মাধ্যমে দোষী ব্যক্তিদেরকে গ্রেফতার করে শাস্তি প্রদানের আহ্বান জানান।
Comments
0 Comments
 
Top