নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, নির্বাচনে সভাপতি পদে দৈনিক করতোয়া যাহেদুর রহমান যাদু ও দৈনিক বগুড়ার রেজাউল হাসান রানু (বর্তমান সভাপতি), সহসভাপতির ৩টি পদের বিপরীতে আব্দুর রহিম বগরা, চপল কান্তি সাহা, জিয়া শাহীন, বাদল চৌধুরি, মহসিন আলী রাজু, মীর্জা সেলিম রেজা ও সমুদ্র হক, সাধারণ সম্পাদক পদে মাহমুদুল আলম নয়ন ও সবুর শাহ লোটাস, যুগ্ম-সাধারণ সম্পাদকের ২টি পদে এফ শাহজাহান, গনেশ দাস, জিএম ছহির উদ্দিন সজল ও মাহমুদুর রহমান রানা, দফতর সম্পাদক পদে কমলেশ মোহন্ত শানু ও মাহফুজ মন্ডল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে জে এম রউফ ও সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে এইচ আলিম ও মোস্তফা মোঘল, পাঠাগার সম্পাদক পদে তোফাজ্জল হোসেন ও তানসেন আলম, কার্যনির্বাহী সদস্যের ৯টি পদে আরিফ রেহমান, আব্দুস সালাম বাবু, আব্দুর রউফ জালাল, আতাউর রহমান মিলন, আমজাদ হোসেন মিন্টু, আবুল কালাম আজাদ ঠান্ডা, আব্দুস সালাম, ইনসান আলী, এস এম আবু সাঈদ, জাফর আহম্মেদ মিলন, শাহ মোঃ ইলিয়াস লেলিন, রেজাউল হক বাবু, সাজ্জাদ হোসেন পল্লব, বজলুর রশিদ সুইট, মমিনুর রশিদ সাইন ও নাজমুল হুদা নাসিম প্রতিদ্বন্দ্বীতা করছেন।
নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের প্রচারণা জমে উঠেছে। ভোটারদের সাক্ষাৎ পেতে শহরের এপ্রান্ত থেকে ও প্রান্তে ছূটে চলেছেন প্রার্থীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচারনায় ব্যস্ত সংবাদকর্মিরা। আগামীকাল ৩১ জানুয়ারি শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহন করা হবে।