
বগুড়া প্রতিনিধিঃ বৃহঃবার বিকালে বগুড়া সদরে গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এসএস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি সরকার সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আঃ রহিম এসময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য নুর আলম খাজা,আল আমিন পেস্তা,মাহবুবুর রশিদ,খন্দকার মবিন,শিক্ষক নজরূল ইসলাম,ফজলুল করিম,শিশির কুমার দেব,তোফাজ্জল হোসেন বদিউজ্জামান,সহিদুল ইসলাম,সোহেল,মাকছুদুর রহমান,শিক্ষীকা রেবেকা সুলতানা,আইরিন ইসলাম,রোকেয়া বেগম,সুরাইয়া পারভিন,বোসরা ফারহানা শেষে বিদায় ছাত্রদের সাফল্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্টিত হয়। অনুষ্টান পরিচালয়ন করেন শিক্ষক আমিনুর ইসলাম।