মোট পর্যটক কমেছে ২৫ শতাংশ৷ ২০১৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে ভারতে বিদেশি পর্যটকের সংখ্যা বেড়েছে মাত্র ৪ শতাংশ, যা ২০১২ সালে ছিল ৫ শতাংশ, ২০১১ সালে ১৩ শতাংশ৷
ট্র্যাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পরামর্শদাতা রাজিন্দর রাইয়ের বক্তব্য, 'মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা যেমন দুঃখজনক, তেমনই দেশের ভাবমূর্তির পক্ষেও হানিকারক৷ প্রচেষ্টা সত্ত্বেও এ ধরনের ঘটনা বন্ধ করা যাচ্ছে না৷'
এক হোটেল মালিকের কথায়, 'গত এক বছর ধরে মহিলা পর্যটকদের মধ্যে এই ধারণা কাজ করছে যে ভারত তাদের জন্য নিরাপদ নয়৷ আমরা তাদের বোঝানোর অনেক চেষ্টা করেছি, কিন্ত্ত এ ধরনের অপরাধ তো বেড়েই চলেছে৷' সম্প্রতি 'আই রেসপেক্ট ওমেন' (আমি মহিলাদের শ্রদ্ধা করি) প্রচার শুরু করেছে ভারতীয় পর্যটন মন্ত্রণালয়৷ আপ্রাণ চেষ্টা চলছে ভাবমূর্তি ফেরানোর৷ - সংবাদসংস্থা