চেতনা বার্তা ডেস্কঃ ২৪
বছর অতিক্রম করল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি অফ বিজনেস এগ্রিকালচার এন্ড
টেক্নোলজি (আই ইউ বি এ টি )। এই উপলক্ষে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানমালার
অয়োজন করে আই ইউ বি এ টি । উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ
বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী, জনাব এ, কে, এম, মোজাম্মেল হক ।
অনুষ্ঠানের সভাপত্বি করেন আই ইউ বি এ টি এর মাননীয় ভাইস চ্যান্সেলর ড: এম
আলিমউল্যা মিয়ান ।
আই ইউ বি এ টি এর ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকি উদ্বাযপন করায় মাননীয় মত্রী আই ইউ বি এ টি এর সকল ছাত্রছাত্রী , শিক্ষকবৃন্দ এবং কর্মকর্তাদের অভিনন্দন জানান এবং আই ইউ বি এ টি - এর উচ্চ শিক্ষার পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন
স্বাগত বক্তব্য রাখেন আই ইউ বি এ টি - এর মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসার ডঃ এম আলিমউল্যা মিয়ান । তিনি শিক্ষার্থীদের আগামি দিনের চ্যলেঞ্জ গ্রহন এবং নিজেদেরকে গড়ে তুলায় আরও তথ্যভিত্তিক বাস্তবসম্মত জ্ঞান অর্জনের উপর গুরুত্ব করেন ।
উল্লেখ্য , ১৯৯১ সালে প্রতিষ্ঠিত আই ইউ বি এ টি গত দু দশকেরও বেশী সময় ধরে সফলতার সাথে উচ্চ শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে । আই ইউ বি এ টিই হচ্ছে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পথিকৃত । প্রথম দিকের নানা প্রতিকুলাতাকে জয় করে এ বিশ্ববিদ্যলয়টি দীর্ঘ ২৪ বছর যাবত সম্নানের সাথে বাংলাদেশের বুকে মাথা উঁচু করে দাড়িয়ে আছে । আই ইউ বি এ টি বর্তমানে এমবিএ, বিবিএ, ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং , মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং , সিভিল ইঞ্জনিয়ারিং , কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং , নাসিং , ট্যুরিজম এন্ড সপিটালিটি ম্যানেজমেন্ট এবং এগ্রিকালচারাল সায়েন্স বিষয়ে উচ্চশিক্ষা প্রদান করে আসছে। মানব সম্পদ উন্নয়নের লক্ষে পথ চলা আই ইউ বি এ টি - এর ”নলেজ বেজ্ড এরিয়া ডেভলপমেন্ট” প্রোগ্রামের আওতায় বহু অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী বিনা খরচে এবং বৃত্তির মাধ্যমে উচ্চ শিক্ষা গ্রহন করে নিজের , পরিবারের , সমাজ এবং দেশের উন্নয়ন করতে সক্ষম হচ্ছেন ।
দশ হাজারের বেশী শিক্ষার্থীর এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে দুইশতাধিক পূর্নকালীন শিক্ষক কর্মরত আছেন । উন্নত মানের মেধাবী শিক্ষকবৃন্দ আই ইউ বি এ টির শিক্ষা পরিবেশকে অলংকৃত করেছেন । আই ইউ বি এ টি এর বেশীর ভাগ শিক্ষক দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় , নর্থ আমেরিকান এবং ইউরোপের নামকরা বিশ্ববিদ্যলয়ের ডিগ্রীপ্রাপ্ত । এর মধ্যে অর্ধ শতাধিকের বেশী শিক্ষক পি এইচ ডি ডিগ্রীপ্রাপ্ত ।
আই ইউ বি এ টি-এর গ্রাজুয়েট শিক্ষাথীরা বর্তমানে দেশ এবং বিদেশের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন এবং দেশের জন্য সুনাম বয়ে আনছেন। ঢাকার উত্তরায় আবস্থিত এই বিশ্ববিদ্যলায়টির নিজস্ব পাঁচ একরবিশিষ্ট মনোরম ক্যম্পাস , উন্নত শিক্ষা ব্যবস্থার কারনে ইতিমধ্যেই দেশ বিদেশে বিরল সম্মান অর্জন করতে সক্ষম হয়েছে এবং বাংলাদেশের গর্বে পরিনত হয়েছে।
আই ইউ বি এ টি এর ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকি উদ্বাযপন করায় মাননীয় মত্রী আই ইউ বি এ টি এর সকল ছাত্রছাত্রী , শিক্ষকবৃন্দ এবং কর্মকর্তাদের অভিনন্দন জানান এবং আই ইউ বি এ টি - এর উচ্চ শিক্ষার পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন
স্বাগত বক্তব্য রাখেন আই ইউ বি এ টি - এর মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসার ডঃ এম আলিমউল্যা মিয়ান । তিনি শিক্ষার্থীদের আগামি দিনের চ্যলেঞ্জ গ্রহন এবং নিজেদেরকে গড়ে তুলায় আরও তথ্যভিত্তিক বাস্তবসম্মত জ্ঞান অর্জনের উপর গুরুত্ব করেন ।
উল্লেখ্য , ১৯৯১ সালে প্রতিষ্ঠিত আই ইউ বি এ টি গত দু দশকেরও বেশী সময় ধরে সফলতার সাথে উচ্চ শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে । আই ইউ বি এ টিই হচ্ছে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পথিকৃত । প্রথম দিকের নানা প্রতিকুলাতাকে জয় করে এ বিশ্ববিদ্যলয়টি দীর্ঘ ২৪ বছর যাবত সম্নানের সাথে বাংলাদেশের বুকে মাথা উঁচু করে দাড়িয়ে আছে । আই ইউ বি এ টি বর্তমানে এমবিএ, বিবিএ, ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং , মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং , সিভিল ইঞ্জনিয়ারিং , কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং , নাসিং , ট্যুরিজম এন্ড সপিটালিটি ম্যানেজমেন্ট এবং এগ্রিকালচারাল সায়েন্স বিষয়ে উচ্চশিক্ষা প্রদান করে আসছে। মানব সম্পদ উন্নয়নের লক্ষে পথ চলা আই ইউ বি এ টি - এর ”নলেজ বেজ্ড এরিয়া ডেভলপমেন্ট” প্রোগ্রামের আওতায় বহু অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী বিনা খরচে এবং বৃত্তির মাধ্যমে উচ্চ শিক্ষা গ্রহন করে নিজের , পরিবারের , সমাজ এবং দেশের উন্নয়ন করতে সক্ষম হচ্ছেন ।
দশ হাজারের বেশী শিক্ষার্থীর এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে দুইশতাধিক পূর্নকালীন শিক্ষক কর্মরত আছেন । উন্নত মানের মেধাবী শিক্ষকবৃন্দ আই ইউ বি এ টির শিক্ষা পরিবেশকে অলংকৃত করেছেন । আই ইউ বি এ টি এর বেশীর ভাগ শিক্ষক দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় , নর্থ আমেরিকান এবং ইউরোপের নামকরা বিশ্ববিদ্যলয়ের ডিগ্রীপ্রাপ্ত । এর মধ্যে অর্ধ শতাধিকের বেশী শিক্ষক পি এইচ ডি ডিগ্রীপ্রাপ্ত ।
আই ইউ বি এ টি-এর গ্রাজুয়েট শিক্ষাথীরা বর্তমানে দেশ এবং বিদেশের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন এবং দেশের জন্য সুনাম বয়ে আনছেন। ঢাকার উত্তরায় আবস্থিত এই বিশ্ববিদ্যলায়টির নিজস্ব পাঁচ একরবিশিষ্ট মনোরম ক্যম্পাস , উন্নত শিক্ষা ব্যবস্থার কারনে ইতিমধ্যেই দেশ বিদেশে বিরল সম্মান অর্জন করতে সক্ষম হয়েছে এবং বাংলাদেশের গর্বে পরিনত হয়েছে।