GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

চেতনা বার্তা ডেস্কঃ ইউরোপীয় ইউনিয়নের আবাসিক প্রতিনিধি উইলিয়াম হানা বলেছেন, বাংলাদেশী পণ্যের জিএসপি সুবিধা প্রত্যাহারের কোনো চিন্তা-ভাবনা নেই ইউরোপীয় ইউনিয়নের।  আজ ঢাকাস্থ নিজ দফতরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।  তিনি জানান, বাংলাদেশের সঙ্গে কার্যক্রম অব্যাহত থাকবে। তবে তাদের পক্ষ থেকে প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতি সংলাপের আহ্বানও চালিয়ে যাওয়া হবে।  উইলিয়াম হানা বলেন, “আগের মতোই উন্নয়ন সহযোগিতা অব্যাহত থাকবে। এই মুহূর্তে আমরা কোনো পরিবর্তনের কথা ভাবছি না। আমরা সব সময় নির্বাচন নিয়ে বলেছি যে, তা স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্যহতে হবে।”  বাণিজ্য, জিএসপি ও উন্নয়ন সহযোগিতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বলেও জানান হানা।
ইউরোপীয় ইউনিয়নের আবাসিক প্রতিনিধি উইলিয়াম হানা বলেছেন, বাংলাদেশী পণ্যের জিএসপি সুবিধা প্রত্যাহারের কোনো চিন্তা-ভাবনা নেই ইউরোপীয় ইউনিয়নের।
আজ ঢাকাস্থ নিজ দফতরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি জানান, বাংলাদেশের সঙ্গে কার্যক্রম অব্যাহত থাকবে। তবে তাদের পক্ষ থেকে প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতি সংলাপের আহ্বানও চালিয়ে যাওয়া হবে।
উইলিয়াম হানা বলেন, “আগের মতোই উন্নয়ন সহযোগিতা অব্যাহত থাকবে। এই মুহূর্তে আমরা কোনো পরিবর্তনের কথা ভাবছি না। আমরা সব সময় নির্বাচন নিয়ে বলেছি যে, তা স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্যহতে হবে।”
বাণিজ্য, জিএসপি ও উন্নয়ন সহযোগিতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বলেও জানান হানা।
- See more at: http://www.jamunanews24.com/index.php/national-view/56508-2014-01-19-12-01-07.html#sthash.ImDStHGs.dpufPopular Bangladeshi online newspaper jamunanews24.com , online newspaper and website design by pqsit.com
Comments
0 Comments
 
Top