GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com



স্টাফ রিপোর্টারঃ ধর্মীয় শিক্ষা ছাড়া জীবন কখনও পরিপূর্ণ হতে পারেনা। ধর্মীয় শিক্ষাই মানুষের জীবনকে স্বার্থক ও সুন্দর করে তোলে। ইসলাম সুন্দর জীবন গঠনের শিক্ষা দেয়। কোরআন শিক্ষার মাধ্যমে সুন্দর সমাজ ও রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। ইহকালীন ও পরকালীন মুক্তির জন্য কোরআনের শিক্ষা অপরিহার্য। বগুড়া সদরের দক্ষিণভাগ হাফেজিয়া মাদ্রাসা ও জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে মাওলানা মো: তোজাম্মেল হোসেন এর সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, শেখেরকোলা ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম রশিদ মৃধা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব আফজাল হোসেন পাইকাড়, আফজাল হোসেন মেম্বার, জলিল আকন্দ, আলহাজ্ব মজিবর রহমান, আব্দুল মমিন পাইকাড়, আব্দুস সবুর সবুজ, অত্র মসজিদের সভাপতি আলহাজ্ব আফজাল হোসেন, সেক্রেটারী কামাল পাশা সহ এলাকার গণ্যমান্য ব্্যক্তিবর্গ। 
Comments
0 Comments
 
Top