GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com


মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সদরের রামশহর পীর ডাঃ মোঃ  কাহওরুল্লাহ সাহেবের ৯৯ তম বার্ষরিক উরস মাহফিল এ উপলক্ষে দেশের বিভিন্ন জেলা ধর্ম প্রাণ মুসল্লীরা আসতে শুরু করেছে । এদিকে শত বছরের ঐতিয্য নষ্ট করে কিছু স্বার্থন্বেষী কুচক্র মহল উরস মাহফিলের পশ্চিম পার্শ্বে নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘীর ধন্বন্তরী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জুয়া সহ বিভিন্ন প্রকার দোকান বসিয়াছে। উরস মাহফিল কমিটির পক্ষ থেকে মেলাটির বন্ধ করার জন্য বগুড়া সদর নির্বাহী অফিসার বরাবরে স্বারক লিপি দিয়েছেন। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা প্রশাসনের আসু হস্তক্ষেপ কামনা ।জানা গেছে। বগুড়া সদরের রামশহরে শত বছর পূর্বে থেকে মুজাদ্দেদি আলফেসানী হযরত ডঃ কহরুল্লাহর দরবার শরীফে দেশের বিভিন্ন জেলা থেকে তার ভক্তবৃন্দ জিকির আজগর করার জন্য এসে থাকে। এ উপলক্ষে ওরস শরিফে আসে পার্শ্বে বিভিন্ন প্রকার মিষ্টান্ন দ্রব্য, ফলের দোকান,খাবারে হোটেল, কসমেটিকের দোকান সহ বিভিন্ন প্রকার দোকান বসিয়া ব্যবসায়ীরা ৩ দিন ব্যাপি ব্যবসা করে থাকে। এ দোকান থেকে ব্যবসায়ীরা স্থানীয় জামে মসজিদে অর্থনৈতিক সহযোগিতা করে থাকে। মসজিদে যাতে সহযোগিতা না করা যায় সেই জন্য কিছু স্বার্থন্বেষী মহল ওরস শরিফের পশ্চিম পার্শ্বে নুনগোলা ইউনিয়নের ধন্বন্তরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জুয়া এবং অসামাজিক পালা গান করার জন্য প্রশাসনের অনুমতি ছাড়া হাজারদিঘী গ্রামের নান্নু মাষ্টার, মোবারক মাষ্টার,সাজু মাষ্টার ও বুলু মিয়া সহ এদরে নেতৃত্বে দোকান ও জুয়ার আসর বসানোর চেষ্টা চলছে। এ ব্যাপারে তাদের সাথে কথা বললে তারা জুয়া এবং অসামাজিক পালা গানের কথা অস্বীকার করে। ওরস কমিটির আয়োজকদের মধ্যে রামশহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হোসেন জানান, পবিত্র ওরস শরিফ শান্তিপূর্ণ ভাবে পালন করার জন্য এবং দুরের মুসল্লিদের সুবিধার্থে মাহফিলে ১/২ মাইলের  মধ্যে আমরা কোন অসামাজিক কার্যকলাপ এবং জুয়ার আসর বসতে দিব না। এ জন্য প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।
Comments
0 Comments
 
Top