স্টাফ রিপোর্টার ঃ রবিবার বিকালে বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের ২০১৪/২০১৫ ইং অর্থ বছরে সকাল ১০টা থেকে বিকাল ৬ টা পর্ষন্ত কর মেলা অনুষ্ঠিত হয়।
শেখেরকোলা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা এর সভাপতিতে প্রধান অতিথি হিসাবে কর মেলা পরিদর্শন শেষে মূল্যবান বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা। তিনি বলেন, অত্র ইউনিয়নের সার্বিক উন্নয়নের জন্য প্রতেকটি নাগরিকের কর পরিষদ করা কর্তব্য।যে ইউনিয়নের যত বেশি কর আদায় হবে সে ইউনিয়নে সরকারী ভাবে তত বেশি অনুদান আসবে যা দিয়ে জনগনের চলাচলে জন্য রাস্তা, ঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার,মন্দির সহ এলাকার সার্বিক উন্নয়ন সাধিত হবে।বিশেষ অতিথি হিসাবে বক্ত্য রাখেন উপজেলা নির্বাহী কর্ম কর্তা শাহানা আখতার জাহান, জেলা সহায়ক (ডিএফ) এলজিএসপি-২ বগুড়া মনজুরুল হক, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নায়েব আলী, সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ বগুড়া সদর উপজেলা ও শাখারিয়া ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক,এ সময় উপস্থিত এরুলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ লতিফ, নুনগোলা ইউপি চেয়ারম্যান মাওঃ এমদাদুল হক, শেখেরকোলা ইউপি সদস্য আজিজার রহমান, আঃ লতিফ, নতুন সরকার, মাওঃ মোবারক আলী, মোস্তাফিজার রহমান,জবেদ আলী পাইকার, নকুল চন্দ, মহিলা সদস্যা সুফিয়া বেগম জিন্নাহ, রুলি বেগম, বিলকিস সমাজ সেবক জাহেদুর রহমান ছামছুল আলম সহ এলাকার গন্যম্যান ব্যাক্তি বর্গ
ও হাজার জন সাধারণ উপিন্থত থেকে সতস্ফুত তাদের নির্ধরিত কর পরিশোধ করেন। কর মেলা আয়োজন করেন ইউপি সচিব আজমল হোসেন , অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সদস্য আশরাফুল আলম রবিন।
( আকাশ মহাস্থান (বগুড়া) প্রতিনিধি: তাং ১০-০৫-১৫ ইং )