GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com


স্টাফ রিপোর্টার ঃ বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা বলেন, ভূমির মালিকদের কর দিতে উৎসাহিত করতে হবে। ভূমি সংক্রান্ত সরকারী সেবাসমূহ সহজতর উপায়ে জনগণের নিকট পৌঁছাতে হবে এবং স্বচ্ছ, গতিশীল ও জনবান্ধব ভূমি প্রশাসন গড়ে তুলতে হবে। ভ’মির কাগজপত্র ঠিক করতে কখন কোথায় কিভাবে কত টাকা খরচ করে করতে হবে সে বিষয়ে গণসচেতনা বাড়াতে হবে। গতকাল দিন ব্যাপি বগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে, পরিষদ চত্ত্বরে করমেলা-২০১৫ ইং অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মাওঃ এমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব রাসেল খান, আবু বক্কর সিদ্দিক, সোহেল রানা মিঠু, সাইফুল ইসলাম, নজরুল ইসলাম মিন্টু, আঃ করিম, আঃ আলিম, আসাদ আলী, সিদ্দিক, ফাইমা, হালিমা,সুমনা, ঠান্ডু প্রমুখ। অত্র ইউপি চেয়ারম্যান বলেন মেলায় সর্বোচ্চ কর আদায়কারী ও প্রদানকারীকে পুরস্কার প্রদান করা হয়।
( আকাশ মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ তাং ১৬-০৫-১৫ ইং )
Comments
0 Comments
 
Top