GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

 

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে জন্মনিবন্ধনের ক্ষেত্রে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। নবজাতক জন্মগ্রহণ করলেই ০ থেকে ৪৫ দিনে জন্মনিবন্ধন শেষে ইউনিয়ন পরিষদ থেকে উপহার হিসেবে দেয়া হচ্ছে তোয়ালে। 


গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার থালতামাঝগ্রাম ইউনিয়ন পরিষদে ১০ শিশুর বিনামূল্যে জন্মনিবন্ধন শেষে তোয়ালে উপহার দেন চেয়ারম্যান মো. আব্দুল মতিন। তিনি জানান, তার ইউনিয়নে যে কোন নবজাতক জন্মগ্রহণ করলেই সেই দিনই জন্মনিবন্ধনের কাজ সম্পন্ন করা হবে। এ ছাড়া শিশু এবং শিশুর পরিবারকে উপহার দিয়ে উৎসাহিত করা হবে। এই পদ্ধতি চালু থাকলে মানুষের মধ্যে জন্মনিবন্ধনের আগ্রহ বাড়বে। এতে নিবন্ধের ঝামেলাও থাকবেনা। শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে ইউনিয়ন পরিষদে এসে বিনামূল্যে জন্মনিবন্ধন করার জন্য অভিভাবকদের অনুরোধ জানিয়েছেন চেয়ারম্যান মো. আব্দুল মতিন। 


জন্মনিবন্ধন শেষে তোয়ালে উপহার পেয়ে থালতা গ্রামের শহিদুল ইসলাম বলেন, তার ২ দিনের শিশুকন্যা রিয়ামণির জন্মনিবন্ধন করে উপহার পেয়ে ভাল লাগছে। 
ইউনিয়ন পরিষদ চত্বরে তোয়ালে বিতরণকালে উপস্থিত ছিলেন পরিষদের সচিব আলমগীর কবির, স্থানীয় নাজমুল হোসেন, সুমন মিয়া, মোখছেদ আলী প্রমুখ।

Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top