চেতনাবার্তা ডেস্কঃ : বগুড়া জেলা বিসিক আয়োজিত ১৫ দিনব্যাপী বিসিক অনলাইন পণ্য মেলা-২০২১ শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২৪৩ জন বিভিন্ন খাতের উদ্যোক্তা এ মেলায় স্টল বরাদ্দ নিয়েছেন।
আজ সোমবার (০৫ জুলাই ) প্রধান অতিথি হিসেবে বিসিক চেয়ারম্যান মোশতাক হাসান, এনডিসি (অতিরিক্ত সচিব) জুম অ্যাপে সংযুক্ত থেকে ১৫ দিনব্যাপী বিসিক অনলাইন পণ্য মেলা-২০২১ শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেজাউল আলম সরকার, আঞ্চলিক পরিচালক (উপসচিব), বিসিক, রাজশাহী; অখিল রন্জন তরফদার, মহাব্যবস্থাপক (বিপণন); নাসিমা আক্তার নিশা, প্রেসিডেন্ট, উইমেন এন্ড ই-কমার্স (উই); কবির সাকিব , উপদেষ্টা, উইমেন এন্ড ই-কমার্স (উই)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একেএম.মাহফুজুর রহমান, উপমহাব্যবস্থাপক,বিসিক জেলা কার্যালয়, বগুড়া। অনুষ্টানটি সঞ্চালন করেন তহমিনা তনু, মডারেটর ,উই বগুড়া জেলা।
উদ্বোধনী অনুষ্ঠানে জুম অ্যাপ এ সংযুক্ত ছিলেন ৯৮ জন উদ্যোক্তাসহ অতিথিরা।
অনলাইন মেলার মাধ্যমে উদ্যোক্তাদের আর্থিকভাবে স্বাবলম্বী ও ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য এ আয়োজন করা হয়েছে বলে বিসিক জানিয়েছে।