ক্রীড়াবার্তা ডেস্কঃ কোপা আমেরিকার সর্বশেষ আসরে ঘরের মাঠেই শিরোপা জিতেছিল ব্রাজিল। এবারো তাদের সামনে সুযোগ রয়েছে চ্যাম্পিয়ন হওয়ার। এরই মধ্যে সেমিফাইনালে উঠে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
অন্যদিকে প্যারাগুয়েকে শুট আউটে হারিয়ে টানা দ্বিতীয় আসরে সেমিফাইনাল নিশ্চিত করেছে পেরু। গেল আসরের ফাইনালের পুনরাবৃত্তি হচ্ছে এবার সেমিতেই। টানা দ্বিতীয় শিরোপার পথে এগিয়ে যেতে ব্রাজিলের মুখোমুখি হবে তারা।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার (৬ জুলাই) ভোর ৫টায়।
সনি সিক্স ও টেন টু চ্যানেলে সরসরি দেখা যাবে এ খেলা।
এদিকে ব্রাজিল-আর্জেন্টিনা এখনো বিশ্ব ফুটবলের পরম কাঙ্ক্ষিত এক ম্যাচ। যে ম্যাচে ফুটবল দুনিয়া ভাগ হয়ে যায় দুই ভাগে। কোপা আমেরিকায় প্রতি আসরেই সম্ভাবনা থাকে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ দেখার।
অবশ্য গেল আসরেও দুই পরাশক্তির সাক্ষাত হয়েছিল। সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপার পথে এগিয়ে যায় ব্রাজিল। কিন্তু এবার ফাইনালে মুখোমুখ হওয়ার সুযোগ আসছে।
এবার ব্রাজিল-আর্জেন্টিনা স্বপ্নীল ফাইনাল সত্য হওয়ার পথে। কোয়ার্টার ফাইনালে নিজ নিজ ম্যাচে জয়ে, সেই স্বপ্নের ফাইনাল এখন মাত্র এক ধাপ দূরে। দু’দলই দোর্দণ্ড প্রতাপে নিশ্চিত করেছে সেমিফাইনাল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা মুখোমুখি হবে পেরু। আর ১৪ বারের কোপা চ্যাম্পিয়নার মুখোমুখি হবে কলম্বিয়ার।