GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

রুমানা রহমানঃ স্কিনের ব্রাইটনেস নিয়ে যারা দীর্ঘদিন বিষণ্ণতায় ভুগছেন, যারা বিভিন্ন স্কিন ব্রাইট করা প্রসাধনী ব্যবহার করেও ফল পান নাই বরং স্কিনের আরও ক্ষতি করে ফেলেছেন তাদের জন্য আজ এমন একটি ন্যাচারাল স্কিন ব্রাইটেনিং স্ক্রাব নিয়ে বলবো যা আপনার স্কিনের কোন ক্ষতি না করেই স্কিন ব্রাইট করবে।
স্কিন ব্রাইটেনিং হোমমেড অ্যালোভেরা স্ক্রাব , চেতনাবার্তা
স্কিন ব্রাইটেনিং হোমমেড অ্যালোভেরা স্ক্রাব

অ্যালোভেরার গুণের কথা নতুন করে বলার অপেক্ষা রাখেনা। অ্যালোভেরা হল আমাদের জন্য বিধাতার দেওয়া অনন্য এক উপাদান। আসুন দেখি কী করে আপনার স্কিনের ব্রাইটনেস বাড়িয়ে তুলতে অ্যালোভেরা স্ক্রাব বানাবেন ও ব্যবহার করবেন।

যা যা লাগবেঃ

-১ কাপ চিনি
-হাফ কাপ অ্যালোভেরা জেল
-২ টেবিল চামচ লেবুর রস

রেসিপিঃ

কাঁচের জারে সব উপাদান একসাথে নিয়ে আলতো করে মিশান। খেয়াল রাখুন মিশ্রণটি খুব বেশি নেড়ে চিনি অন্যান্য উপাদান মিলেমিশে গলিয়ে ফেলবেন না। পারফেক্ট স্ক্রাব রেডি করতে আপনি চাইলে উপাদানের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন।

ব্যবহারঃ


স্ক্রাব রেডি হয়ে গেলে আপনি আপনার মুখের স্কিন ও বডিতে খুব হালকা করে এই হোমমেড স্ক্রাব দিয়ে ম্যাসাজ করুন। কিছুক্ষণ এভাবে ম্যাসাজ করে এই স্ক্রাব মুখে অল্প সময় রেখে মুখ ধুয়ে ফেলুন।
কতবার ব্যবহার করবেনঃ
এই স্ক্রাব আপনি সপ্তাহে ২\৩ দিন ব্যবহার করুন। নিয়ম মেনে ব্যবহার করলে অল্পদিনে আপনি ফলাফল দেখতে পাবেন।
এই স্ক্রাবের উপাদনের উপকারিতাঃ

চিনি-

চিনি আপনার স্কিনে ডেডসেল রিমুভ করে স্কিন ব্রাইট করবে ও ক্লিন লুক দেবে।
অ্যালোভেরা-
অ্যালোভেরা স্কিন ডিপক্লিন করবে, স্কিন মশ্চারাইজ করবে ও এটির সৌন্দর্য বর্ধক উপাদানসমূহ স্কিনের কমনীয়তা বাড়িয়ে তুলবে।

লেবুর রস-

লেবুর রস আপনার স্কিনের স্পট রিমুভ করবে, স্কিন টোন লাইট করবে ও ক্লিন ন্যাচারালই ক্লিন করবে।

টিপসঃ


* চেষ্টা করুন আপনার স্কিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, সারাদিন যদি বাইরে থাকেন ঘরে ফিরে অবশ্যই স্কিন ক্লিন করুন।
* স্কিন হেলদি রাখতে নিয়মিত প্রাকৃতিক উপাদান দিয়ে স্কিন কেয়ার এর ট্রাই করুন।
* মুখে যাতে করে দ্রুত বলিরেখা বা রিংকেল না আসতে পারে এর জন্য ঘরোয়াভাবে অ্যান্টি-এজিং ফেসমাস্ক করে ইউজ করুন।
* ভুলেও মুখে মেকআপ নিয়ে ঘুমিয়ে যাবেন না। আলসেমি না করে ঘুমানোর আগে মেকআপ রিমুভার দিয়ে বা ভালোভাবে পানি দিয়ে স্কিন ক্লিন করে ঘুমান।
* স্কিন ব্রাইট করতে স্কিনকে ভেতর থেকে পুষ্টি দিতে ফ্রেশ ফ্রুট আর ভেজিটেবল খান।
লিখেছেনঃ রুমানা রহমান
Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top