GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

প্রেস বিজ্ঞপ্তিঃ বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ.এস মাফতুন আহম্মেদ খান রুবেল, সাধারণ সম্পাদক মাহবুব আলম শাহীন ও সহ-সভাপতি ফেরদৌস আলম পিলু সহ সদর বিএনপির ২৪ জন নেতাকর্মীদের বিরুদ্ধে হরতালে গাড়ী পোড়ানোকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ বশত মামলার প্রতিবাদে এবং অবিলম্বে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবীতে বিবৃতি প্রদান করেছেন বগুড়া সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী নাজমা আক্তার। সভানেত্রী বলেন, সরকার একক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার লোভে একের পর এক বিরোধী নেতাদের মিথ্যা ও হয়রানিমূলক মামলা জড়াচ্ছে। কারণ আওয়ামী সরকার বিরোধীদলের আন্দোলনে ভয় পাচ্ছে। এ কারণেই তারা অগণতান্ত্রিক পন্থা অবলম্বন করছে। হামলা মামলা যতই হোক আওয়ামী সরকারের শেষ রক্ষা হবেনা বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন। এছাড়াও  সাধারণ সম্পাদক শাহীনুর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক শেফালী বেগম, সিনিয়র সহ-সভাপতি রাশেদা বেগম। মহিলা দলের অন্যান্য নেতৃবৃন্দ হালেন হাজেরা বেগম, হালিমা বেগম, কোহিনুর বেগম, সোমানা আক্তার, সাবিনা বেগম, ববি ইসলাম, রহিমা আক্তার সহ মহিলা দলের নেত্রীবৃন্দ।
  বার্তা প্রেরক,
মোছাঃ নাজমা আক্তার
সহ-মৎস বিষয়ক সম্পাদক,বগুড়া জেলা বিএনপি ও
সভানেত্রী, বগুড়া সদর থানা মহিলাদল।
Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top