GuidePedia
সর্বশেষ খবরঃ
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

হাজরাদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলা সদরের নুনগোলা ইউনিয়নের আশোকোলা গ্রামে জোব্বার স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ২৪ শে জানুয়ারী শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায়। দুই ক্যটাগরির ফাইনাল খেলায় ছোটদের মাঝে ২-০ সেটে জয়লাভ করে রাজিব ও সাইদুল জুটি। পরবর্তীতে বড়দের মাঝে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে জোব্বার স্মৃতি সংঘ বনাম বাঘোপাড়া দক্ষিণপাড়া ক্লাব। উক্ত খেলায় জোব্বার স্মৃতি সংঘের মামুন ও আসিফ জুটি বাঘোপাড়া দক্ষিণপাড়া ক্লাবকে ২-১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে মাঠপ্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুটি চ্যাম্পিয়ন দলকে একটি করে রাঁজহাঁস ও রানার আপ দলকে একটি করে মাদী হাঁস উপহার দেওয়া হয়। এছাড়াও ম্যান অব দ্যা ম্যাচ হিসেবে মামুনকে ক্রেস্ট প্রদান করা হয়। নুনগোলা ইউনিয়নের মহিলা সদস্যা হালিমা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা এমদাদুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল করিম, ছাইফুল ইসলাম, আজিজার রহমান, বাদল মিয়া, শাহীন হোসেন, আব্দুল মতিন, গোস্ট কর্মকার, রঞ্জিত কর্মকার, বেলাল হোসেন, রেজভী আহম্মেদ, ফিরোজ মিয়া, জহুরুল ইসলাম, রজিত, সুলতান, সেলিম এ ছাড়াও উপস্থিত ছিলেন চেতনা বার্তা সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ প্রমুখ। পুরো খেলাটি পরিচালনা করেন ফজলুর রহমান সেলিম, জাহাঙ্গীর, নাজিম।

Comments
0 Comments
 
Top