চেতনা বার্তা ডেস্কঃ দশম জাতীয় সংসদ নির্বাচনকে
কেন্দ্র করে সংঘর্ষ ও
গুলিতে এখন পর্যন্ত ৭
জেলায় ৮ জন নিহত
হয়েছে। আহত
হয়েছে অর্ধশতাধিক ব্যক্তি।
ঠাকুরগাঁওয়ে গত রাতে এক সহকারি
প্রিজাইডিং অফিসারকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। লালমনিরহাটে সংঘর্ষে
নিহত হয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা ফারুক হোসেন। নীলফামারীর ডিমলায় যৌথ
বাহিনীর গুলিতে জামায়াতকর্মী জাহাঙ্গীর আলম, রংপুরে পীরগাছায় উপজেলায়
পুলিশের গুলিতে হাদিউজ্জামান ও মিরাজুল ইসলাম নামে দুই জামায়াত কর্মী নিহত
হয়েছেন। দিনাজপুরে পুলিশের গুলিতে নিহত হয়েছেন বিএনপি নেতা বাবুল হোসেন।
মুন্সীগঞ্জে পুলিশের ধাওয়ার পানিতে পড়ে ছাত্রদল কর্মীর মৃত্যু, গাজীপুরে
চলন্ত ট্রাকে দুর্বৃত্তদের ছোড়া পেট্রল বোমায় অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিকেলে
চিকিতসাধীন অবস্থায় মারা গেছেন।
এদিকে, ভোটকেন্দ্র হামলা, আগুন ও ব্যালট
পেপার ছিনতাইসহ বিভিন্ন কারণে এ পর্যন্ত দেশের ৩৪টির জেলার ১৮৬টি কেন্দ্রের
নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।
রংপুরে পুলিশের গুলিতে জামায়াত-শিবিরের ২ কর্মী নিহত
রংপুর জেলার পীরগাছা দেওতি মেকুরা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষের ঘটনায় গুলিতে ২ জন নিহত হয়েছেন।
রংপুর জেলার পীরগাছা দেওতি মেকুরা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষের ঘটনায় গুলিতে ২ জন নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার ভোররাত
সাড়ে ৩ টার দিকে পারুলি ইউনিয়নের ভোটকেন্দ্রে জামায়াত-শিবির কর্মীরা
অগ্নিসংযোগ করতে যায়। এ সময় পুলিশ তাদের উপর গুলিবর্ষণ করলে ঘটনাস্থলেই
জামায়াত কর্মী মিরাজুল ও শিবির কর্মী হাবিবউজ্জামান হাবিব নিহত হয়।
গুলিবিদ্ধ হয় আরো ১০ জন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা
হয়েছে।
দিনাজপুরে ভোটকেন্দ্রে পুলিশের গুলিতে নিহত ১
জেলার সদর উপজেলার নশিপুর ভোটকেন্দ্রে সহিংসতা, অগ্নিসংযোগ ও নির্বাচনী সরঞ্জামাদী ছিনিয়ে নেয়ার সময় পুলিশের গুলিতে বাবুল হোসেন (৪৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।
জেলার সদর উপজেলার নশিপুর ভোটকেন্দ্রে সহিংসতা, অগ্নিসংযোগ ও নির্বাচনী সরঞ্জামাদী ছিনিয়ে নেয়ার সময় পুলিশের গুলিতে বাবুল হোসেন (৪৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা
যায়, শনিবার রাত দেড়টার দিকে নশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
ভোটকেন্দ্রে হামলা চালান ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। এ সময়ে তারা
ভোটকেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম ছিনতাই ও অগ্নিসংযোগের চেষ্টা করলে পুলিশ
বাধা দিলে সংঘর্ষ বেধে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালালে
বাবুল হোসেন মারা যান। নিহত বাবুল সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের
বিএনপি নেতা ছিলেন। ওই সংঘর্ষের সময় প্রিসাইডিং কর্মকর্তা, ২ পুলিশ সদস্য ও
কয়েকজন আনসার সদস্য আহত হন। তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি
করা হয়েছে।
নীলফামারীতে পুলিশের গুলিতে জামায়াত কর্মী নিহত
নীলফামারীর ডিমলা উপজেলায় অন্তত অর্ধশত কেন্দ্রে হামলা ও ব্যালট পেপারে অগ্নিসংযোগের সময় যৌথ বাহিনীর গুলিতে জাহাঙ্গীর আলম (৩০) নামে এক জামায়াত কর্মী নিহত হয়েছেন।
নীলফামারীর ডিমলা উপজেলায় অন্তত অর্ধশত কেন্দ্রে হামলা ও ব্যালট পেপারে অগ্নিসংযোগের সময় যৌথ বাহিনীর গুলিতে জাহাঙ্গীর আলম (৩০) নামে এক জামায়াত কর্মী নিহত হয়েছেন।
শনিবার রাত ২টার দিকে উপজেলার খালিশা
চাপানী ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের ব্যাপারীতলা আলিম মাদ্রাসা কেন্দ্রে এ
ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর খালিশা ছোটখাতা ফাজিল মাদ্রাসার প্রভাষক ছিলেন।
লালমনিরহাটে আহত স্বেচ্ছাসেবকদল কর্মীর মৃত্যু
লালমনিরহাটে পাটগ্রামে গতরাতে আওয়ামী লীগ-বিএনপি সংর্ঘষের ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দলের কর্মী ফারুক আজ ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। এর আগে স্বেচ্ছাসেবক দলের নেতা মোবারক নিহত হয়েছিল। এনিয়ে দুই জনের মৃত্যু হয়। এদিকে লালমর্নিহাটের পাটগ্রামের বালাপাড়া ভান্ডারদা ও বালাকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ২টি ভোট কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বক্স লুট হয়েছে। পিজাইডিং অফিসার আহত হয়েছে। লালমনিরহাটের পাটগ্রামের ভান্ডারদা ও বালাকুড়া ভোট কেন্দ্রে ব্যালট পেপার লুট, প্রিজাইডিং অফিসার আহত হয়েছেন।
লালমনিরহাটে পাটগ্রামে গতরাতে আওয়ামী লীগ-বিএনপি সংর্ঘষের ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দলের কর্মী ফারুক আজ ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। এর আগে স্বেচ্ছাসেবক দলের নেতা মোবারক নিহত হয়েছিল। এনিয়ে দুই জনের মৃত্যু হয়। এদিকে লালমর্নিহাটের পাটগ্রামের বালাপাড়া ভান্ডারদা ও বালাকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ২টি ভোট কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বক্স লুট হয়েছে। পিজাইডিং অফিসার আহত হয়েছে। লালমনিরহাটের পাটগ্রামের ভান্ডারদা ও বালাকুড়া ভোট কেন্দ্রে ব্যালট পেপার লুট, প্রিজাইডিং অফিসার আহত হয়েছেন।
মুন্সীগঞ্জে ছাত্রদল কর্মীর লাশ উদ্ধার
মুন্সীগঞ্জ-২ নির্বাচনী এলাকার টঙ্গিবাড়ী উপজেলার শিমুলিয়া ভোট কেন্দ্রের পাশের একটি পুকুর থেকে ছাত্রদল কর্মী কঙকন মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে।
মুন্সীগঞ্জ-২ নির্বাচনী এলাকার টঙ্গিবাড়ী উপজেলার শিমুলিয়া ভোট কেন্দ্রের পাশের একটি পুকুর থেকে ছাত্রদল কর্মী কঙকন মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার সকাল ৮টার দিকে পুলিশ শিমুলিয়া গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।
জানা গেছে, শনিবার দিবাগত রাতে টঙ্গিবাড়ী
উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া প্রাথমিক বিদ্যালয় ভোট
কেন্দ্রে ককটেল ও পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটাতে গিয়ে পুলিশের ধাওয়ায় পানিতে
ঝাঁপ দেয়। প্রচণ্ড শীতের কারণে পানিতে ডুবে তিনি মারা গেছেন বলে ধারণা করা
হচ্ছে।
টঙ্গিবাড়ী উপজেলা যুবদলের সভাপতি সামিম মোল্লা জানান, নিহত কঙকন মিয়া (২৮) কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-সম্পাদক।
ঠাকুরগাঁওয়ে সহকারি প্রিজাইডিং অফিসার নিহত
ঠাকুরগাঁওয়ের সেতরিকুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি প্রিজাইডিং অফিসার জোবায়েদুল হককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুই পুলিশ সদস্যও গুরুতর আহত হয়েছে।
ঠাকুরগাঁওয়ের সেতরিকুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি প্রিজাইডিং অফিসার জোবায়েদুল হককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুই পুলিশ সদস্যও গুরুতর আহত হয়েছে।
রোববার রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোট কেন্দ্রে হামলা চালিয়ে পুলিশের অস্ত্র ও
ব্যালট বাক্সও ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। হামলার পর থেকেই ভোট কেন্দ্রের
প্রিজাইডিং অফিসার পলাতক রয়েছেন। রাত পৌনে একটার দিকে ঘটনাস্থলে র্যাবের
দুটি গাড়ি পৌঁছেছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এছাড়া, সদর
উপজেলার হাজীপাড়া উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
সালন্দর উচ্চ বিদ্যালয়সহ ১০টি ভোট কেন্দ্রেও আগুন দিয়েছে বিরোধীদলের নেতা
কর্মীরা।
গাজীপুরে দগ্ধ চালকের মৃত্যু
গরুবাহী ট্রাক নিয়ে টাঙ্গাইল থেকে নরসিংদী যাবার পথে গাজীপুরের সফিপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হন ট্রাকের ড্রাইভার নুরুজ্জামান (২৫)। শনিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি দগ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
গরুবাহী ট্রাক নিয়ে টাঙ্গাইল থেকে নরসিংদী যাবার পথে গাজীপুরের সফিপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হন ট্রাকের ড্রাইভার নুরুজ্জামান (২৫)। শনিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি দগ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
রোববার সকাল পৌনে ৬টার দিকে চিকিতসাধীন অবস্থায় তিনি মারা যান।
গাবতলী মডেল থানায় হামলা, পুলিশের পলায়ন
বগুড়ার গাবতলী মডেল থানায় হামলা চালিয়েছে ১৮ দলের বিক্ষুব্ধ হাজার হাজার নেতাকর্মী। ১৮ দলের নেতাকর্মীদের আক্রমণের মুখে টিকতে না পেরে পুলিশ থানা থেকে উপজেলা পরিষদে গিয়ে আশ্রয় নেয়। পরে র্যাব ও বিজিবির সহায়তায় পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বগুড়ার গাবতলী মডেল থানায় হামলা চালিয়েছে ১৮ দলের বিক্ষুব্ধ হাজার হাজার নেতাকর্মী। ১৮ দলের নেতাকর্মীদের আক্রমণের মুখে টিকতে না পেরে পুলিশ থানা থেকে উপজেলা পরিষদে গিয়ে আশ্রয় নেয়। পরে র্যাব ও বিজিবির সহায়তায় পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯টার দিকে
গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের পর পুলিশ নিরাপত্তার
স্বার্থে ব্যালট পেপার ও বাক্স গাবতলী মডেল থানায় নিয়ে আসে। এরপর পরই ১৮
দলের কয়েক হাজার নেতাকর্মী থানা লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ শুরু
করে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে থানায় অবস্থানরত কিছু
সংখ্যক পুলিশ থানার পিছন দিয়ে উপজেলা পরিষদে গিয়ে আশ্রয় নেয়। পরে র্যাব ও
বিজিবির সহায়তায় পুলিশ থানার তিনমাথা মোড়ে অবস্থান নিয়ে ব্যাপক টিয়ার সেল ও
রাবার বুলেট নিক্ষেপ শুরু করে। আধা ঘন্টাব্যাপী সংঘর্ষ চলার পর ১৮ দলের
নেতাকর্মীরা পিছু হটে।
বিরোধী জোটের আন্দোলন উপেক্ষা করে ও
নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের মধ্যে ১২টি দলের অংশগ্রহণ এবং ২৮ দলের
নির্বাচন বয়কটের মধ্য দিয়ে ৫৯টি জেলার ১৪৭ আসনে একতরফা, সমালোচিত ও
প্রশ্নবিদ্ধ দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহন রবিবার সকাল ৮টা থেকে শুরু
হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। বাকি ১৫৩টি আসনে একক প্রার্থী থাকায় ওই
আসনগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।
এ নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের
নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
নিরাপত্তার কাজে সেনাবাহিনীসহ পৌনে ৪ লাখ সদস্য মোতায়েন করা হয়েছে।