চেতনা বার্তা ডেস্কঃ সোমবার ছিল বগুড়া লেখক চক্র আয়োজিত শীতের বই উৎসবের তৃতীয় দিন। বই পাঠ ও প্রদর্শনে ও মতবিনিময়ের পাশপাশি এদিনের বিশেষ আয়োজন ছিল ৫০ জন বিশিষ্ট লেখকের অটোগ্রাফ দেয়া বই প্রদর্শন।
লেখকদের তালিকায় ছিলেন ড. মুহম্মদ জাফর ইকবাল, কার্টুনিস্ট আহসান হাবীব, আবদুল্লাহ আবু সায়ীদ, মইনুল আহসান সাবের, সুজন বড়–য়া, ইশতিয়াক আহমেদ, ঠোকন ঠাকুর, মোস্তফা বাবু, আদিত্য রুপু, মামুন রশীদ, ঈশান সামী, ওমর আলী, মইন মুরসালিন, সাজাহান সাকিদার, সুকুমার দাস, আজিজার রহমান তাজ, কুইন মন্ডল, অনামিকা তাবাসসুম, মনজুর বারী মনু, করিম মোহাম্মদ, সামিউল হক মোল্লা, জাফর আহমেদ রাশেদ, আবিদ আজম, মাহফুজ ফারুক, জয়ন্ত দেব, পলাশ মাহবুব সহ আরো অনেকে। লেখকদের নিজের হাতে অটোগ্রাফ দেয়া বই হাতে নিয়ে দেখতে গিয়ে উৎসবে আগতরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
উৎসব নিয়ে মতবিনিময় আলোচনায় অংশ নেন আইনজীবী ও সংগঠক পলাশ খন্দকার, সাংবাদিক জিএম সজল, সন্মিলিত সংাস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক এবিএম জিয়াউল হক বাবলা, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, সহ-সভাপতি হাবীবুল্লঅহ জুয়েল, ব্যবসায়া নুরুজ্জামান বাবু, পর্যটক রাজিত আলম পুলক, প্রকৌশলী আবু হাসান আব্দুল্লাহ, ব্যান্ডসঙ্গীত শিল্পী হিবুন নাহার দ্যুতি, শিক্ষার্থী নয়ন, চেতনাবার্তার সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ প্রমুখ। পুরো আয়োজন আরো সমৃদ্ধ আকারে যাপন করার সিদ্ধান্ত নেয়া হয়।
উল্লে¬খ্য, গত ৮ ফেব্র“য়ারি বিকেল চারটায় রোড থিয়েটার-এর আয়োজনে এবং ক্রিয়েটিভ লেবারস-এর ব্যবস্থাপনায় ৫ দিনব্যাপি শীতের বই উৎসব-এর শুভ সূচনা হয়।
আগামী ১২ ফেব্র“য়ারি পর্যন্ত আয়োজনটি ৪০৩, শহীদ টিটু মিলনায়তন (চতুর্থ তলা)-এই ঠিকানায় আয়োজনটি প্রতিদিন বিকেল ৪ টা থেকে ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
লেখকদের তালিকায় ছিলেন ড. মুহম্মদ জাফর ইকবাল, কার্টুনিস্ট আহসান হাবীব, আবদুল্লাহ আবু সায়ীদ, মইনুল আহসান সাবের, সুজন বড়–য়া, ইশতিয়াক আহমেদ, ঠোকন ঠাকুর, মোস্তফা বাবু, আদিত্য রুপু, মামুন রশীদ, ঈশান সামী, ওমর আলী, মইন মুরসালিন, সাজাহান সাকিদার, সুকুমার দাস, আজিজার রহমান তাজ, কুইন মন্ডল, অনামিকা তাবাসসুম, মনজুর বারী মনু, করিম মোহাম্মদ, সামিউল হক মোল্লা, জাফর আহমেদ রাশেদ, আবিদ আজম, মাহফুজ ফারুক, জয়ন্ত দেব, পলাশ মাহবুব সহ আরো অনেকে। লেখকদের নিজের হাতে অটোগ্রাফ দেয়া বই হাতে নিয়ে দেখতে গিয়ে উৎসবে আগতরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
উৎসব নিয়ে মতবিনিময় আলোচনায় অংশ নেন আইনজীবী ও সংগঠক পলাশ খন্দকার, সাংবাদিক জিএম সজল, সন্মিলিত সংাস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক এবিএম জিয়াউল হক বাবলা, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, সহ-সভাপতি হাবীবুল্লঅহ জুয়েল, ব্যবসায়া নুরুজ্জামান বাবু, পর্যটক রাজিত আলম পুলক, প্রকৌশলী আবু হাসান আব্দুল্লাহ, ব্যান্ডসঙ্গীত শিল্পী হিবুন নাহার দ্যুতি, শিক্ষার্থী নয়ন, চেতনাবার্তার সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ প্রমুখ। পুরো আয়োজন আরো সমৃদ্ধ আকারে যাপন করার সিদ্ধান্ত নেয়া হয়।
উল্লে¬খ্য, গত ৮ ফেব্র“য়ারি বিকেল চারটায় রোড থিয়েটার-এর আয়োজনে এবং ক্রিয়েটিভ লেবারস-এর ব্যবস্থাপনায় ৫ দিনব্যাপি শীতের বই উৎসব-এর শুভ সূচনা হয়।
আগামী ১২ ফেব্র“য়ারি পর্যন্ত আয়োজনটি ৪০৩, শহীদ টিটু মিলনায়তন (চতুর্থ তলা)-এই ঠিকানায় আয়োজনটি প্রতিদিন বিকেল ৪ টা থেকে ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।