.jpg)
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের মহীষবাথান মধ্যে পাড়ায় ছোট একটি শিশুর, তার দেহের তুলনায় মাথাটি অস্বাভাবিক বড়।প্রতিদিন শিশুটিকে এক নজর জন্য ঐ বাড়ীতে উৎসুক নারী ও পুরুষ ভীড় করছে। নাম মোঃ আরাফাত হোসেন পিতা মোঃ আমিনুল ইসলাম,মাতা মোছাঃ মরিয়ম বেগম মহান আল্লাহ পাক তাদের ঘরে ২টি ছেলে ও ২টি কন্যা সন্তান দান করেন,আরাফাত সবার ছোট। তার জন্ম ২৯সে নভেঃ ২০১৩ইং বর্তমান বয়স ১৬ মাস। জানাগেছে সে জন্মের পর থেকেই ধিরে ধিরে মাথাটি বড় হতে থাকে। গতকাল মঙ্গলবার দুপুরে আমাদের মহাস্থান বগুড়া প্রতিনিধি এম,এস,আকাশ, শিশু আরাফাত সম্পর্কে তার বাবা মার কাছে জানতে চাইলে তারা জানান,সৃষ্টি কর্তার রহস্য বোঝা বড় দায় শিশুটির জন্য আমাদের মোটেও মন খারাপ নয়।