স্টাফ রিপোর্টারঃ সোমববার দিনে দুপুরে শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা বাজারে পূর্বে শক্রতার জের ধরে সাবিবর ট্রেডার্স নামে একটি সিমেন্টের দোকানে হামলা নগদ দেড় লক্ষাধিক টাকা লুুট ও মারপিটে ২ জন অহত,এক জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি।
দোকানের মালিক সুত্রে জানা গেছে, দুপুর অনুমান ২ টার সময় চন্ডিহারা বন্দরের চাঁদ পাড়া রোডে,সাব্বির ট্রের্ডাসের প্রোঃ আঃ রশিদের পুত্র আবু তালহা সেলিম প্রতি দিনের ন্যায় দোকানে সেমেন্ট পাইকারী বিক্রি করছিল । এমন সময় চন্ডিহারা এলাকার, রাশেদুল (২৮),এনামুল (৩০), শামিম (২৫) সহ আরও অজ্ঞাত নামা ৮/১০ জন যুবক হাতে লাঠি সোটা দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া পূর্ব শত্রƒতার জের ধরিয়া দোকানে প্রবেশ করিয়া আবু তালহা সেলিম ও রায়হান কে মারপিট করে ক্যাশে থাকা নগদ দেড় লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়।এ সময় দোকানে থাকা ক্রেতা রায়নগরের কাজি পুর গ্রামের,রায়হান আলী (৩০)আগাইয়া আসিলে তার মাথা লক্ষ করে ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে। পরে স্থানীয় লোক জন রায়হানকে গুরুতর অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেদেয় । এ সংবাদ লেখা পর্যন্ত এঘটনায় রায়হানের পরিবার ও দোকানের মালিকের পক্ষ থেকে শিবগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি গ্রহণ করেছে। এ সংবাদ লেখা পর্যন্ত উভয় গ্রুপের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে যে কোন মহুর্তে বড় ধরনে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে।
দোকানের মালিক সুত্রে জানা গেছে, দুপুর অনুমান ২ টার সময় চন্ডিহারা বন্দরের চাঁদ পাড়া রোডে,সাব্বির ট্রের্ডাসের প্রোঃ আঃ রশিদের পুত্র আবু তালহা সেলিম প্রতি দিনের ন্যায় দোকানে সেমেন্ট পাইকারী বিক্রি করছিল । এমন সময় চন্ডিহারা এলাকার, রাশেদুল (২৮),এনামুল (৩০), শামিম (২৫) সহ আরও অজ্ঞাত নামা ৮/১০ জন যুবক হাতে লাঠি সোটা দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া পূর্ব শত্রƒতার জের ধরিয়া দোকানে প্রবেশ করিয়া আবু তালহা সেলিম ও রায়হান কে মারপিট করে ক্যাশে থাকা নগদ দেড় লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়।এ সময় দোকানে থাকা ক্রেতা রায়নগরের কাজি পুর গ্রামের,রায়হান আলী (৩০)আগাইয়া আসিলে তার মাথা লক্ষ করে ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে। পরে স্থানীয় লোক জন রায়হানকে গুরুতর অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেদেয় । এ সংবাদ লেখা পর্যন্ত এঘটনায় রায়হানের পরিবার ও দোকানের মালিকের পক্ষ থেকে শিবগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি গ্রহণ করেছে। এ সংবাদ লেখা পর্যন্ত উভয় গ্রুপের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে যে কোন মহুর্তে বড় ধরনে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে।