GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

চেতনা বার্তা ডেস্কঃ জয়াসুরিয়া ও মাহেলা জয়াবর্ধনের পর তৃতীয় শ্রীলঙ্কান ব্যাটসম্যান হিসেবে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ট্রিপল সেঞ্চুরি করলেন কুমার সাঙ্গাকারা। তিনি ৪৪৮২ বলে ৩১৯ রান সংগ্রহ করে আউট হন।

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করেন সফরকারী শ্রীলঙ্কা। সব ক’টি উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৫৭৫ রান।

বুধবার সফরকারী শ্রীলঙ্কার আরো ৫ উইকেটের পতন হয়েছে। তবে এক প্রান্ত আগলে রেখে ট্রিপল সেঞ্চুরি করেন কুমার সাঙ্গাকারা। মঙ্গলবার ১৬০ রান করে প্রথম দিনের খেলা শেষ করেন তিনি।

বুধবার সকালে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শুরু হয়। ৫ উইকেটে ৩১৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে লঙ্কানরা। দ্রুতই ব্যাট চালিয়ে অতিক্রম করে ৪০০ রান। পরে ৪০২ ও ৪০৫ রানার মাথায় সাজঘরে ফিরে যান ভিনটেজ ও পেরেরা। উইকেট দুটি পেয়েছেন যথাক্রমে নাসির ও সাকিব।

এদিকে আঙ্গুলে চোটের কারণে মাঠে নামেননি বাংলাদেশের অধিনায়ক ও উইকেট রক্ষক মুশফিকুর রহিম। এ ছাড়া বাঁ হাতি স্পিনার আব্দুর রাজ্জাকও মাঠে নামেননি।
Comments
0 Comments
 
Top