স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদরের মরহুম মনির উদ্দিন চেয়ারম্যানের সু-যোগ্য কনিষ্ট পুত্র গোলাম মোস্তফা আলাল বলেছেন,ইসলাম ধর্ম শান্তি ধর্ম, ইসলাম ধর্ম শিক্ষার মাধ্যমে মানুষ সত্য ও ন্যায়ের পথে পরিচালিত হয়,পাপ কাজ ও অন্যায় থেকে বিরত থাকে।তাই জগণের শান্তি ও দূর্নীতি প্রতিরোধে ইসলাম ধর্ম শিক্ষা বিকল্প নেই।
শুক্রবার রাতে বগুড়া সদরের আশোকোলা দক্ষিণ পাড়া মসজিদে কূবা প্রাঙ্গণে তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন। আব্দুস ছালাম মজনুর সভাপতিত্বে উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইউপি সদস্য সাইফুল ইসলাম,আব্দুর রশীদ,আজিজার রহমান, সমাজ সেবক এ,এস,এম, জাফরুল ইসলাম রনি,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আব্দুল মতিন,নজমল হোসেন,উজ্জল প্রমুখ।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তাফসির ফরমান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ,লেখক ও গবেষক এবং জাতীয় মুফাসছির পরিষদের মহা-সচিব মাওঃ মোঃ গোলাম আযম,২য় বক্তা পীরজাদা মাওঃ মোঃ আনোয়ার হোসেন ফারুকী।
( আকাশ/মহাস্থান/বগুড়া/প্রতিনিধিঃ তাং১৪-০২-২০১৫.ইং )