GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com


মহাস্থান(বগুড়া)প্রতিনিধিঃ শনিবার গভীর রাতে বগুড়া সদরের গোকুলে প্রায় ৫ সহস্রাধিক আম ও লিচুর গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা যার মূল্য আনুমানিক ৬ থেকে ৭ লক্ষ টাকা। সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
জানা যায়, গত ২১শে ফেব্রুয়ারী দিবাগত রাতে কোন এক সময় বগুড়া সদর উপজেলাধীন গোকুল আগমনী কোল্ড ষ্টোরেজের পূর্ব পাশ্বে ছোট ধাওয়াকোলা মৌজায় তুহিন নার্সারী আটত্রিশ শতক জমিতে এগারো হাজার আম ও লিচুর চারার নার্সারী গড়ে তুলেছিল গোকুল মধ্যপাড়ার মোখলেছ মন্ডল। গতকাল রবিবার সকালে নার্সারীর মালিক মোখলেছ তার নার্সারীতে গিয়ে দেখেন প্রায় ৫ সহস্রাধিক আম ও লিচুর চারা গাছ দূর্বৃত্তরা কর্তৃন করে ফেলে রেখে গেছে। কর্তৃনকৃত চারা গাছগুলোর মূল্য প্রায় ৬/৭লক্ষ টাকা। এব্যাপারে নার্সারী মালিক মোখলেছার মন্ডল সাংবাদিকদের জানান, নার্সারীর গাছ কাটার সঠিক কোন কারণ আমি খুজে পাচ্ছি না। তবে পূর্বশত্রুতার জের ধরে কেউ এই ঘটনা ঘটাতে পারে বলে তিনি ধারণা করছেন।  
Comments
0 Comments
 
Top