আকাশ মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ কম সময়ে স্বল্প জমিতে ধান রোপন করে বেশী ফসল পাওয়া সম্ভব। এই জন্য সরকার বৈজ্ঞানিক পদ্ধতিতে যে সব পদ্ধতি তৈরি করছে তার যথাযথ প্রায়োগের মাধ্যমেই বেশি ফসল পাওয়া সম্ভাব। তাই সরকার কৃষকদেরকে ১৫/১৬ মৌসুমে উফ্শী ও নেরিকা আউশ ধান চাষে প্রনোদনা কর্মসুচির বিনা মূল্যে বীজ ও প্রয়োজনীয় সার বিতরণ করছেন।
গতকাল বৃহস্পতিবার বিকালে বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার শাহানা আখতার জাহানের সভাপতিত্বে কৃষকদেরকে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উক্ত কথা গুলো বলেন রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমদ। এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক চন্ডি দাস কুন্ডু, উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা বৃন্দ। অনুষ্ঠান শেষে ৩০৫ জন কৃষককে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।