চেতনাবার্তা/ক্রীড়াবার্তা ডেস্কঃ শেষের পথে ২০২০ সাল। বছর শেষের সঙ্গে সঙ্গে শেষ হবে একটি দশকও। এ উপলক্ষ্যে দশকের সেরা ক্রিকেটারদের নিয়ে সব ফরম্যাটে একাদশ তৈরি করছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তারই ধারাবাহিকতায় প্রকাশ করা হলো দশকসেরা টি-টোয়েন্টি একাদশও।
দশকসেরা ওয়ানডে দলে বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান জায়গা করে নিলেও, টি টোয়েন্টি একাদশে নেই কোন টাইগার ক্রিকেটার।
ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের দশকসেরা একাদশে আছেন ৪ ভারতীয় ক্রিকেটার। ওয়ানডের মতোই এই সংস্করণেও জায়গা করে নিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও মাহেন্দ্র সিং ধোনি। তাদের সঙ্গে যোগ দিয়েছেন পেসার জাসপ্রিত বুমরাহও।
দুই অস্ট্রেলিয়ান তারকা অ্যারন ফিঞ্চ ও গ্লেন ম্যাক্সওয়েল আছেন দশকসেরা একাদশে। দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সও আছেন।
দশকসেরা একাদশে জায়গা পেয়েছেন ২ জন ক্যারিবিয়ান, ১জন লঙ্কান ক্রিকেটার ও ১ জন আফগান ক্রিকেটার। ওয়ানডের মতো এই দলের নেতৃত্বেও থাকছেন ধোনি।
আইসিসির দশকসেরা টি টোয়েন্টি একাদশ:
রোহিত শর্মা (ভারত)
ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)
অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)
বিরাট কোহলি (ভারত)
এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)
গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)
মাহেন্দ্র সিং ধোনি (ভারত) (উই. ও অধি.)
কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ)
রশিদ খান (আফগানিস্তান)
জাসপ্রিত বুমরাহ (ভারত)
লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)