শিবগঞ্জ, বগুড়াঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকায় মাদকের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করেছে। অভিযানের প্রথম দিন বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় মহাস্থান বন্দর এলাকা থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আল বেরুনী সিপুল (৩২) নামে এক ভুয়া সাংবাদিককে আটক করে পুলিশ।
আটককৃত শিপুল বগুড়া সদর উপজেলার মথুরা পূর্ব পাড়ার মুজিবুর রহমান স্বর্ণকারের পুত্র।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে তার নেতৃত্বে এস আই বেলাল সঙ্গীয় ফোর্সসহ
রাত সাড়ে ৯টায় মহাস্থান গরুর হাটের সামনে ইয়াবা বিক্রির সময় ৫০ পিস ইয়াবাসহ শিপুলকে আটক করা হয়। এসময় শিপুল নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে পুলিশকে চ্যালেঞ্জ করে। পরে তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা পাওয়া যায়।
পুলিশের কাছে কেন সে সাংবাদিক পরিচয় দিল এ ব্যাপারে সে পুলিশকে জানিয়েছে, সাংবাদিক পরিচয়দানকারী বেশ কয়েকজন তাঁর সাথে ওঠাবসা করে। তাদের কাছ থেকে বিভিন্ন নিউজ কপি করে নিয়ে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করতো। তারাই তাকে সাংবাদিক পরিচয় দিতে বলেছে বলে জানায়।এ ব্যাপারে আটক শিপুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও ওসি জানিয়েছেন। উল্লেখ্য, মাদকের হট স্পট মহাস্থানে মোবাইল ফোনে বিক্রি হচ্ছে হেরোইন, ইয়াবা, ফেন্সিডিল বেশ কয়েকটি মিডিয়ায় এমন নিউজ প্রচার হওয়ার পর পুলিশ অভিযান শুরু করেছে।