GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

মোঃ রাশেদুজ্জামান: বিয়ে মানে দুটি মনের মিলন, দুটি পরিবারের মিলন। বিয়ে মানে চার হাত এক হওয়া। আর এই চার হাতের পেছনে থাকে অগণিত হাতের আশীর্বাদ। কত স্বপ্ন, কত আশা, কত পরিকল্পনা নিয়ে তৈরী হয় একটি নতুন সম্পর্কের। সবাই কত আনন্দ করে। হাস্যোজ্জল হয়ে ওঠে দুটি পরিবারের প্রতিটি মানুষের মুখায়ব। নতুন করে শুরু করা জীবনের প্রতিটি ধাপ হয় আনন্দোচ্ছল।

পাড়া প্রতিবেশির মাঝেও সে রেশ থাকে বহুগুণ। সবাই দেখতে আসে নব-দম্পতিকে। দেখতে এসে মিষ্টি মুখ করে যায় সবাই। হাসি ঠাট্টাও করে নানি-দাদিরা। এ যেন এক আনেেন্দর ময়দান। যেখানে সবাই খেলোয়াড় সবাই সাপোর্টার। পৃথিবীতে এমন কোন বিয়ে বাড়ি নেই যেখানে আনন্দের পরিবর্তে শোক চলে। বেদনায় ভারাক্রান্ত হয় পুরো আকাশ। এমন একটা পরিবেশ কল্পনা করাও দায়। কিন্তু এমনই একটা বিয়ে বাড়ি শোকের কারবালা হয়ে গেছে। যা বিশ^াস করতে কষ্ট হলেও সত্যি। শুধু বিয়ে বাড়ি নয় পুরো দেশ শোকে কাতর। এমনকি মাননীয় প্রধানমন্ত্রীও শোক জানিয়েছেন এমন ঘটনায়। 

বলছিলাম সোমবার (১৫ আগস্ট) বিকেলে ঢাকার উত্তরায় ঘটে যাওয়া এক হৃদয় বিদারক ঘটনার কথা। যা সারা দেশের মানুষকে শোকে কাতর করেছে। নব-দম্পতির লাল বেনারসি শাড়ি লাল হয়েছে ঠিকই কিন্তু তা রক্তে রঞ্জিত যেন এক লাল পিড়ান। যেখানে লেগে আছে ৫ জন নিকট আত্মিয়ের রক্ত। নব-দম্পতির জীবন নতুন ভাবে শুরু হলো রক্তের সাগড় পাড়ি দিয়ে। 

গত শনিবার, বিয়ে করে আজ বৌ-ভাত খেতে গিয়েছিলেন বরের বাড়িতে। সেখান থেকে বৌ-ভাত খেয়ে নিজের বাড়ি ফিরছিলেন বর (হৃদয়), তার বাবা রুবেল, শাশুড়ি ফাহিমা, কনের খালা ও কনের খলাতো দুই ভাই-বোন এবং কনে রিয়া। কিন্তু হঠাৎ ঢাকার উত্তরা জসীম উদ্দিন এলাকায় আড়ং শো-রুম এর সামনে এলেই নির্মাণাধীন  বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডার ক্রেন থেকে ছিটকে পড়ে যায় সেই নব-দম্পতির গাড়ির ওপর। আর সঙ্গে সঙ্গে গার্ডারের নিচে চাপা পড়ে যায় নব-দম্পতির আত্মিয় স্বজন। শুধু স্মৃতি আঁকড়ে ধরে জীবন পার করতে বেঁচে যায় নব-দম্পতি। ভাগ্যের জোরে বেঁচে গেলেও তারা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। 

নতুন বউ দেখার জন্য যে পাড়া প্রতিবেশি ভীড় জমাতো, সেই পাড়া প্রতিবেশি এখন লাশ দাফনের জন্য প্রস্তুতি নিচ্ছে। আর যে দুটি মন ফুলের বিছানায় বাসরের প্রস্তুতি নিতো সে দুটি মন এখন হাসপাতালের সাদা চাদরে শুয়ে বাঁচার আকুতি করছে। হায়রে নিয়তি...। হোক ট্রাজেডি দিয়ে শুরু তবুও বেঁচে আছে নব-দম্পতি। দোয়া করি তারা সব শোক জয় করে সুখি হোক এ ধরায়। 


Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top