হতাশায় ভুগছে পলিটেকনিক এর ছাত্র ছাত্রীরা
চেতনা বার্তা,খুলনা প্রতিনিধিঃ(নিয়াজ মোর্শেদ)
খুলনা সহ দেশের
প্রতিটি পলিটেকনিক এর ছাত্র ছাত্রীরা হতাশ, প্রতেকের একটাই প্রশ্ন কবে দাবি মানা
হবে, আর কবেই বা তাদের পরিক্ষা শুরু হবে।
২৯ সেপ্টেম্বর
২০১৩ থেকে পরিক্ষা শুরু হউয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত তাদের পরিক্ষা শুরু হই নি ।
এতে করে সকল ছাত্র
ছাত্রীরা বিপাকে পড়েছে, তাদের দাবি মেনে
নিবে কবে সেই অপেক্ষায় আছে সবাই। ২৯ সেপ্টেম্বর এ বলা হয়েছিল যে ১৫ দিনের ভিতর
তাদের দাবি মেনে নেয়া হবে কিন্তু ২৬ দিন
হউয়ার পরও কেন মেনে নেয়া হছে না সকলের এই একটায় প্রশ্ন, এদিকে ছাত্র ছাত্রিদের
কাছে পরিক্ষার কথা জানতে চাওয়ায় তারা
জানিয়েছেন যে, যতদিন তাদের দাবি সম্পূর্ণ
রুপে মেনে না হবে ততদিন তারা পরিক্ষায় অংশগ্রহণ করবে না।
অনেকেই হোস্টেল
ছেড়ে বাড়ি চলে গেছে । কলেজ গুলতে জুলছে
তালা ।
অনেকেই মনে করছে
যে আগামি মাসের প্রথমে দাবি মেনে নিবে এবং ২য় সপ্তায়ের ভিতর পরিক্ষা শুরু হয়ে
যাবে।