GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়ায়
দুটি যাত্রীবাহি বাস মুখোমুখী সংঘর্সে
--- নিহত ১; আহত ২২---

চেতনা বার্তা মহাস্থান (বগুড়া) থেকে এস আই শফিকঃ গতকাল বিকেলে বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়ায় দুটি যাত্রীবাহি বাস মুখোমুখী সংঘর্সে ঘটনাস্থলে একজন নিহত। গুরুত্বর আহত হয়েছে ২২জন। আহতেদের রফাতুল্লা কমিউনিটি হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানাগেছে, গতকাল শুক্রবার বিকেল ৩টায় বগুড়া থেকে ছেড়ে আসা সোনাতলাগামী যাত্রীবাহি বাস নিরব এন্টারপ্রাইজ ( বগুড়া-ব- ৩০০৫), বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়ায় পৌছিলে বিপতি দিক থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহি বাসের সাথে  সংঘর্স হয় এত সোনাতলাগামী বাসটির এক সাইড খুলে যায় এবং রাস্তার পার্শে উল্টে যায়। ঢাকাগামী যাত্রীবাহি বাসটি দূর্ত পালিয়ে যায়। এসময় সোনাতলাগামী বাসের যাত্রী নাটোরের সিংরা উপজেলার শ্রী কার্তীকের পুত্র শ্রী সুভাস চন্দ্র (৩৪) ঘটনা স্থলেই নিহত হয়। দূর্ঘটনায় আহতরা হলো সাহজাহান (৪২), খোকন (৩২), জাহাঙ্গীর (৪২), সাহাদৎ (২৫), ছবেদা বেগম (৫৬), মিলি বেগম (৩৭), গফুর (২৮), জাফর (৩৫), লিটন) (৩২), শ্ররী অমল (৩০), আরও অনেকের পরিচয় পাওয়া যায়নি। এরিপোট লেখা পর্য়ন্ত পুলিশ ঘটনাস্থলে পৌছিনি। প্রতক্ষদর্শী ও আহত যাত্রীদের অভিযোগ স্থানী নামধারী চেন মাষ্টার বাদশা বেশ কয়েকটি মোবাইল ফোন ও যাত্রীদের মালামাল নিয়ে গেছে। মালগুলি ফেরত না দেওযায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Comments
0 Comments

Post a Comment

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
-সম্পাদক, চেতনাবার্তা।

 
Top