বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মাষ্টারের স্বরণে
সদরের লাহিড়ীপাড়া ষ্টার ক্লাবের উদ্দ্যেগে
গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত
চেতনা বার্তা মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ঃ গতকাল শুক্রবার বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের সাতশিমুলিয়া স্টার ক্লাবের উদ্দ্যেগে সাতশিমুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব আব্দুল বারী মাষ্টারের স্বরণে এক গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সাতশিমুলিয়া স্টার ক্লাবের সভাপতি মাহফুজার রহমান এর সভাপতিত্বে উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী ময়েজ উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাতশিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাকসুদুল আলম সুজন পাইকাড়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মাস্টার ছিলেন এলাকার আদর্শ। তার সৎ জীবনের আদর্শ তুলে ধরতেই আজকের এই স্মৃতিচারণে অত্র ক্লাব প্রশংসার দাবিদার। একজন আদর্শ মানুষের জীবন কথা সবার মাঝে তুলে ধরতে এ ধরনের আয়োজনে হাজী ময়েজ উদ্দিন ফাউন্ডেশন সর্ব বিষয়ে সহযোগীতা করবে বলে তিনি অঙ্গীকার করেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সমাজ সেবক নজরুল ইসলাম পেশকার, সেলিম, ইউপি সদস্য আব্দুল মালেক, সুজাউদ্দৌলা, কামাল হোসেন, ইহসানুল হক বারী (বিপ¬ব), অত্র সংগঠনের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, মিঠুন, হযরত আলী, আব্দুর রাজ্জাক, নজরুল, সুমন, মকিম প্রমুখ। উক্ত খেলায় সদরের দশটিকা আল আমিন ক্লাব ৫-৪ গোলে অনন্তবালা টাইগার ক্লাবকে ট্রাইবেকারে পরাজিত করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন দশটিকা আল আমিন ক্লাবের অধিনায়ক বাহানুর। খেলায় বিজীয় দলকে একটি রাম ছাগল পুরস্কার প্রদান করা হয়। অন্যদিকে লাহিড়ীপাড়া ইউনিয়নের প্রায় ৫৬টি মসজিদে বীরমুক্তিযোদ্ধা আব্দুল বারী মাষ্টারের রুহের মাগফিরাত কামনা করে বাদ জুম্মা বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।